লোকসভার মুখে ২১টি খুকড়ি সহ গ্রেপ্তার এক। ধৃতের নাম নূর
বাহাদুর কামী। কালিম্পংয়ের বাসিন্দা। জানা গিয়েছে গোপন সূত্রে পাওয়া খবর এর
ভিত্তিতে না কাছে কি নিয়ে সময়তে পানি ট্যাংকি ফাঁড়ির পুলিশ একটি বেসরকারি বাসে
তল্লাশি চালাতে অভিযুক্তের হেফাজত থেকে একুশটি খুকরি ধারালো অস্ত্র মেলে। এরপর
অভিযুক্তকে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে তার কথায় অসঙ্গতি দেখা দেয়। হাতেনাতে
অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তার হেফাজত থেকে নগদ ১৬ হাজার টাকাও বাজেয়াপ্ত
করা হয়েছে। জানা গিয়েছে ওই খুকরি গুলি কালিম্পং এ নিয়ে যাওয়ার উদ্দেশ্য ছিল
অভিযুক্ত যুবকের। তবে লোকসভার মুখে কি কারণে এত পরিমাণে খুকরি ধারালো অস্ত্র
একসঙ্গে নিয়ে যাচ্ছিল অভিযুক্ত তা তদন্ত করে দেখছে পুলিশ। বুধবার শিলিগুড়ি থানা
থেকে অভিযুক্তকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়।