নিউজ ডেস্ক:
পুলিশকে নজরদারি বাড়ানোর নির্দেশ। সংবেদনশীল বুথে অতিরিক্ত নজর আরোপের নির্দেশ
নির্বাচন কমিশনের পুলিশ অবজারভার আইপিএস প্রদীপ কুমার যাদবের। শিলিগুড়িতে (Siliguri) নির্বাচনের মুখে তাজা বোমা উদ্ধারের ঘটনার পরই বুধবার শিলিগুড়ি পুলিশ
কমিশনারেটে বৈঠক করেন নির্বাচন কমিশনে নিযুক্ত পুলিশ অবজারভার আইপিএস প্রদীপ কুমার
যাদব। এদিন শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে জরুরী বৈঠক তলব করা হয় জেলা নির্বাচনী
আধিকারিকদেরও। পুলিশ কমিশনার(Police Commissioner) সি সুধাকর,
ডিসি হেডকোয়ার্টার তন্ময় সরকার, ডিসি
ট্র্যাফিক বিসি ঠাকুর ও অন্যান্য পুলিশ আধিকারিক এবং জেলা প্রশাসনের তরফে সহকারী
জেলা শাসক তথা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে ম্যারাথন বৈঠক চলে অবজার্ভারের। পুলিশ
সূত্রে জানা গিয়েছে এদিন শিলিগুড়ি কমিশনারেটের অধীনস্থ জলপাইগুড়ি (Jalpaiguri) লোকসভা ও দার্জিলিং লোকসভা কেন্দ্রের অংশের অবস্থান, নিরাপত্তা জনিত বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। কমিশনারেটের অধীনে
থাকা দুই লোকসভা কেন্দ্রে কতগুলি সংবেদনশীল বুথ রয়েছে। সেখানকার পরিস্থিতির
বিস্তারিত রিপোর্ট বুঝে নেন। জানা গিয়েছে পুলিশ অবজার্ভার মূলত কেন্দ্রীয় বাহিনী
সঙ্গে পুলিশের সমন্বয় বৃদ্ধির কথা জানিয়েছেন। সমন্বয় বজিয়ে রেখে নির্বাচনী
পরিস্থিতিতে কার্যে নামার নির্দেশ দিয়েছে। সংবেদনশীল বুথ ও এলাকা গুলিতে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে
রুট মার্চ। বিশেষ করে শিলিগুড়ি একই পাড়ায় পাশাপাশি রাস্তায় পৃথক দিনে নির্বাচন। সে
সমস্ত এলাকায় অন্য কেন্দ্রের লোক নির্বাচনী এলাকায় আশেপাশে ঘোরাফেরা ও জমায়েত রোধ
করার একটা বড় চ্যালেঞ্জ। জলপাইগুড়ি জেলার অন্তর্গত শিলিগুড়ি পুরনিগমের ১৪ টি
ওয়ার্ড ডাবগ্রাম ফুলবাড়ী বিধানসভার অধীনে। ফলে এই কেন্দ্রে লোকসভা নির্বাচন ১৯শে
এপ্রিল। আবার দার্জিলিং (Darjeeling) লোকসভা কেন্দ্রের
অন্তর্গত শিলিগুড়ির বিস্তারিত অংশে নির্বাচন ২৬শে এপ্রিল। ফলে বেশ কিছু এলাকা এমন
রয়েছে যেখানে রাস্তার এপার ওপারে পৃথক দিনে নির্বাচন। ফলে সেক্ষেত্রে নির্বাচনে
বিধি-নিষেধের আওতায় জমায়েত নিয়ন্ত্রণ করা একটা চ্যালেঞ্জ। একইসঙ্গে নির্বাচনী
বিধি নিষেধের আওতায় নির্দেশিতাকে কেন্দ্র করে নির্দিষ্ট সময়তে রাজনৈতিক প্রচার
মিটিং মিছিল বন্ধ করার ক্ষেত্রেও কার্যত সুতোর ফাঁক মেপে নিষেধাজ্ঞা বলবৎ করতে
হবে। এ সমস্ত বিষয় বিস্তারিত আলোচনা হয় বলেই জানা গিয়েছে। পাশাপাশি যদি সপ্তাহে
একাধিক ভিভিআইপি রাজনৈতিক নেতৃত্বদের সফর রয়েছে। প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী
রাজনৈতিক সফরে ঘিরে নিরাপত্তা সুনিশ্চিতকরনের বিষয়েও কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে
সমন্বয় রেখে চলার নির্দেশ রয়েছে। অন্যদিকে
শিলিগুড়িতে মঙ্গলবার তাজা বোমা উদ্ধারের ঘটনা তদন্ত কতদূর অগ্রসর হয়েছে
সে বিষয়ে আলোচনা হয়েছে। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিসিপি হেডকোয়ার্টার তন্ময়
সরকার বলেন পুলিশ অবজারভার ম্যারাথন বৈঠক করে বিস্তারিত আলোচনা হয়। লোকসভা
নির্বাচনকে কেন্দ্র করে সিপি দপ্তরে সমস্ত পুলিশ আধিকারিক এবং জেলা প্রশাসনিক
আধিকারিকদের উপস্থিতিতে এই বৈঠক চলে।