নিউজ ডেস্ক: আবারও পুরস্কারের টোপ তৃনমূলের। আসন্ন লোকসভা নির্বাচনে লিড দিলেই মিলবে মোটর বাইক কিংবা রেঞ্জার সাইকেল। দলীয় প্রার্থীকে জেতাতে পুরস্কারের টোপ তৃণমূল নেতৃত্বর। ভোটে লিড দাও, পুরস্কার নাও। দলীয় নেতাদের উদ্দেশে এমনই বার্তা দিচ্ছেন তৃণমূল জেলা নেতৃত্ব।ঘটনার খবর পেয়েই কমিশনে অভিযোগ জানানোর সিদ্ধান্ত নিল বিজেপি। বিষয়টি নিয়ে কমিশনের কাছে নির্বাচন আচরণবিধি ভঙ্গের অভিযোগ জানানো হবে বলেও জানিয়েছে বিরোধীরা ।
দার্জিলিংয়ের (Darjeeling) বিজেপি প্রার্থী রাজু বিস্তার মনোনয়নে বুধবার জনজোয়ার হয়েছিল পাহাড়ে। বিমল গুরুংকে সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দেন বিজেপি প্রার্থী। বিজেপি-র এই জনজোয়ার দেখে বেশ কিছুটা ব্যাকফুটে তৃণমূল। তাই দলীয় প্রার্থীকে জেতাতে পুরস্কারের টোপ দেওয়া শুরু করেছে তৃণমূল নেতৃত্ব।
দার্জিলিং (Darjeeling) লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী গোপাল লামাকে নিয়ে মহকুমার ফাঁসিদেওয়ার একাধিক জায়গায় প্রচার করেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পাপিয়া ঘোষ। ছিলেন ফাঁসিদেওয়া সাংগঠনিক-২ ব্লকের সভাপতি তথা এসজেডিএ-এর সদস্য কাজল ঘোষ। সেখানে তাঁরা ঘোষণা করেছেন, দার্জিলিং লোকসভা কেন্দ্রে জয়ী হলে বুথ সভাপতি থেকে অঞ্চল সভাপতিদের বাইক থেকে দামি সাইকেল উপহার দেওয়া হবে। একই কথা শোনা যাচ্ছে দার্জিলিং জেলা তৃণমূলের সভানেত্রী পাপিয়া ঘোষের মুখেও। তিনি অবশ্য নির্দিষ্ট করে কিছু বলছেন না। শুধুমাত্র উপহারের কথাই ঘোষণা করছেন।
তৃণমূল নেতা কাজলের কথায়, “গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতিদের মধ্যে যিনি সব থেকে বেশি ভোটে লিড দিতে পারবেন তাঁকে ব্যক্তিগত উদ্যোগে একটি মোটরবাইক দেওয়া হবে।” একই ভাবে সংশ্লিষ্ট চারটি অঞ্চলের সব বুথ সভাপতির মধ্যে যিনি সব থেকে বেশি ভোটের লিড আনতে পারবেন, তাঁকে একটি ‘ভাল মানের সাইকেল’ উপহার দেওয়া হবে।
যদিও এ প্রসঙ্গে জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ বলেন, “আমরা বাড়িতেও আমাদের ছেলেমেয়েদের রেজাল্ট ভাল করতে এ সব বলি। এটাও সে রকমই। এটা একেবারেই আমার দলের অন্দরের বিষয়। ব্যক্তিগত বিষয়।”
এর পরে এই বিষয়ে সরব হয়ে ফাঁসিদেওয়ার বিজেপি বিধায়ক দুর্গা মুর্মু বলেন, “ভোটে এমনিতেও তৃণমূল জিততে পারবে না । এখন কর্মীদের লোভ দেখাচ্ছে । এটা নির্বাচনী বিধি ভঙ্গ করা হচ্ছে । আমরা কমিশনে অভিযোগ জানাব ।”