নিউজ ডেস্ক : কয়েকদিনের ভ্যাপসা গরমের পর অবশেষে স্বস্তি। আবহাওয়া দফতর তরফে শেষ পাওয়া খবর অনুসারে, রবিবার ও সোমবার ঝড় বৃষ্টিতে ভাসতে পারে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা। শনিবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গেও।
শনিবার বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায়। আগামিকাল থেকে বাড়বে বৃষ্টি। ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে। পাশাপাশি দার্জিলিং এ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর দিনাজপুর জেলাতেও ঝড় বৃষ্টির পূর্বাভাস।
পাশাপাশি শনিবার থেকে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতেও। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় হবে। তবে পশ্চিমের জেলা- বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর কার্যত দাবদাহে জ্বলবে। এরপর রবি ও সোমবার স্বস্তির বৃষ্টি দক্ষিণবঙ্গে। ফলে তাপমাত্রা কিছুটা কমাতে সাহায্য করবে।
অন্যদিকে কলকাতায় শুক্রবার আংশিক মেঘলা আকাশ। শহরে এবার গরম ও অস্বস্তিকর আবহাওয়া বাড়বে। কলকাতায় শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে যা ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। শনিবারের মধ্যে ৩৮ ডিগ্রি ছুঁতে পারে কলকাতার পারদ। রবিবার ও সোমবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা।