নিউজ ডেস্ক: লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবারে(diamond harbour) তৃনমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়ছেন না আইএসএফের নওশাদ সিদ্দিকি(nawsad siddique), বৃহস্পতিবার সন্ধ্যায় ফুরফুরা শরিফে সাংবাদিক বৈঠক করে পাঁচটি লোকসভা আসনে নিজেদের দলের প্রার্থীদের নাম ঘোষণা করলেন আইএসএফ নেতৃত্ব। সেখানে ডায়মন্ড হারবার কেন্দ্রের জন্য প্রার্থী হিসেবে নাম ছিলনা নওশাদের। এবারের নির্বাচনে ডায়মন্ড হারবারে আইএসএফ প্রার্থী করা হয়েছে মজনু লস্করকে। অর্থাৎ তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(abhisekh banerjee) বিপরীতে লড়বেন আইএসএফ প্রার্থী অ্যাডভকেট মজনু লস্কর।
প্রসঙ্গত, গত কয়েক মাস ধরেই ডায়মন্ড হারবারে নওশাদ প্রার্থী হবেন বলে জল্পনা ছিল। যেহেতু তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই এলাকার সাংসদ, তাই ওই আসনে সংখ্যালঘু নেতা নওশাদের প্রার্থী হওয়া নিয়ে জোর গুঞ্জন ছিল। এর আগে অভিষেকের বিরুদ্ধে প্রার্থী হওয়া নিয়ে নওশাদ জানিয়েছিলেন, তাঁর দল তাঁকে মনোনয়ন দিলে তিনি ডায়মন্ড হারবারে প্রার্থী হবেন। কিন্তু আইএসএফ নেতৃত্ব তাঁকে প্রার্থী হওয়ার অনুমতি দেয়নি বলেই জানিয়েছেন তিনি।
অন্যদিকে একই সঙ্গে তিনি জানিয়েছেন, “আমরা লোকসভা নির্বাচনে বামেদের সঙ্গে কোনও জোট করছি না। ওদের অনেক সময় দেওয়া হয়েছিল। কিন্তু যা বুঝলাম, তাতে ওরা জোটে আগ্রহী নয়।” এই সিদ্ধান্ত ঘোষণার ফলে তিন রাজনৈতিক পক্ষের জোট আলোচনা কার্যত ভেস্তে গিয়েছে। যদিও, মুর্শিদাবাদ আসনে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের বিরুদ্ধে প্রার্থী দিয়েছে আইএসএফ।
নওশাদের দলের এমন অবস্থানে বেজায় ক্ষুব্ধ সিপিএম। তারা জানিয়েছিল, মুর্শিদাবাদের সঙ্গে শ্রীরামপুর আসনে আইএসএফ প্রার্থী প্রত্যাহার করলেই জোটের আলোচনা সম্ভব হবে। পাল্টা নওশাদের(nawsad siddique) যুক্তি ছিল, আলোচনা করলেই সব সমস্যার সমাধান করা যেত। কিন্তু সিপিএমের একতরফা ভাবে প্রার্থীঘোষণাকে কোনও ভাবেই মেনে নিতে পারেনি আইএসএফ। তাই শেষ পর্যন্ত যাদবপুরেও(jadavpur) প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে বলেই দলের দাবি।
যাদবপুরে প্রার্থী করা হয়েছে আইনজীবী নুর আলম খান, বালুরঘাটে মোজাম্মেল হক, উলুবেড়িয়ায় মফিকুল ইসলাম এবং ব্যারাকপুরে প্রার্থী করা হয়েছে আইনজীবী জামির হোসেনকে। বসিরহাট(basirhat) লোকসভা কেন্দ্রে আবার প্রার্থী বদল করেছে আইএসএফ। নতুন প্রার্থী আখতার আলি বিশ্বাস। এর আগে প্রার্থী হয়েছিলেন শহিদুল ইসলাম মোল্লা।
উল্লেখ্য, আইএসএফ তাদের প্রথম প্রার্থী তালিকায় বসিরহাটের নাম রেখেছিল। প্রার্থী করেছিল শহিদুল ইসলাম মোল্লাকে। তবে বৃহস্পতিবার নওশাদ সিদ্দিকীর দলের দ্বিতীয় তালিকা সামনে আসার পরই শহিদুল জানিয়ে দিলেন, বসিরহাট থেকে তিনি ভোটে লড়ছেন না। কারণ হিসেবে জানিয়েছেন, সিপিএমের সঙ্গে আইএসএফের জোট না হওয়া। এর পরেই বসিরহাট লোকসভা কেন্দ্রে আবার নতুন করে প্রার্থী বদল করেছে আইএসএফ(ISF ).