নিউজ ডেস্ক : সকাল ৭ টাতেই অস্থির করা পরিস্থিতি। বেলা বাড়লে তো আর কথাই নেই। চৈত্রের শেষেই অসহ্য গরমে জীবন ওষ্ঠাগত বঙ্গবাসীর। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। চার-পাঁচটি জেলায় স্বাভাবিকের থেকে ৪-৫ ডিগ্রি বেশি থাকবে তাপমাত্রা। চৈত্রের শেষে বঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা(temperature) ৪২ ডিগ্রিতে পৌঁছতে পারে। পাশাপাশি কলকাতাতেও গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে।চলতি সপ্তাহে ৩৮ ডিগ্রি ছুঁতে পারে কলকাতার পারদ।
তবে উত্তরবঙ্গের দৃশ্যটা অন্য। ইতিমধ্যেই উত্তরে বৃষ্টি শুরু হয়েছে। রবিবার থেকে তা আরও বাড়বে।
শনিবার উত্তরের পাঁচ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড়-বৃষ্টির দাপট থাকবে জেলায় জেলায়। শনিবার থেকে আগামী সপ্তাহের মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে দফায়-দফায় ঝড়-বৃষ্টি চলতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং (Darjeeling) ও কালিম্পঙের (Kalimpong) পাশাপাশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারেও বৃষ্টির সঙ্গেই ঝোড়ো হাওয়ার দাপট থাকবে।
উত্তরের পাশাপাশি এই হাঁসফাঁস গরমের মধ্যেও আশার আলো দেখিয়েছে আবহাওয়া দফতর। রবিবার ও সোমবার ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তার জেরে আগামী সপ্তাহের শুরুতেই গরম থেকে কিছুটা সাময়িক স্বস্তি মিলতে পারে।রবিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়-বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এমনকী বেশ কয়েকটি জেলায় কালবৈশাখীর (Kalbaisakhi) পূর্বাভাসও রয়েছে। রবিবারের পর সোমবারেও দুর্যোগ চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
জেলায়-জেলায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট থাকবে। একইসঙ্গে থাকবে বজ্রপাতের আশঙ্কাও। তবে শনিবার পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বীরভূমে তাপপ্রবাহের সর্তর্কবার্তা(heat wave) দিয়েছে আবহাওয়া দফতর। বেশ কিছু এলাকায় বইতে পারে লু।
অন্যদিকে কলকাতায়ও গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে যা ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। সকাল থেকেই শহরে আংশিক মেঘলা আকাশ। সঙ্গে শুষ্ক ও গরম আবহাওয়া। শনিবারের পর রবি ও সোমবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা শহরে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা(kolkata) শহরে তাপমাত্রা থাকবে ২৯ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।