নিউজ ডেস্ক: এ মাস থেকেই শুরু হচ্ছে রাজ্যে ২০২৪ এর লোকসভা নির্বাচন(Loksabha Election 2024) , আর এই ভোট অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মেগা আয়োজন নির্বাচন কমিশনের। এবার ভোটগ্রহণের উপর নজরদারি চালাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI প্রযুক্তি। দেশের মধ্যে প্রথমবার শুধু পশ্চিমবঙ্গের ভোটে ওই প্রযুক্তি ব্যবহার করা হবে বলে, নির্বাচন কমিশন সূত্রে খবর। কমিশনের এই সিদ্ধান্তের ফলে বোঝাই যাচ্ছে, দেশের অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গকে বাড়তি গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন।
শুক্রবার দুপুরে সব জেলার ডিইওদের সঙ্গে জরুরি ভিডিয়ো কনফারেন্স করেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই প্রযুক্তির কর্তারা। সেখানে ছিলেন সিইও–সহ বাকি অফিসাররাও। এই লোকসভা নির্বাচনের দিনগুলিতে ওয়েব কাস্টিংকে সম্পূর্ণ নিখুঁতভাবে পরিচালনা করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়। এই বৈঠকের আলোচনায় ওয়েব কাস্টিংয়ের বিষয়টিও তুলে ধরা হয় বলে নির্বাচন কমিশন সূত্রে খবর।
উল্লেখ্য,লোকসভা বা বিধানসভা নির্বাচনে স্বচ্ছতা আনতেই বুথে বুথে ওয়েব কাস্টিং শুরু করে নির্বাচন কমিশন। বুথে কী হচ্ছে, কারা ভোট দিতে আসছেন, কোনও অশান্তি হচ্ছে কি না—সব কিছুতেই নজরদারি চালাতে নির্বাচন কমিশন ওয়েব কাস্টিং প্রক্রিয়া শুরু করেছিল। বিশেষত অনলাইনেই এই নজরদারি চালানো হয়। এবার রাজ্যের সমস্ত বুথগুলিতেই ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর।
এই পুরো প্রক্রিয়ার উপর নজরদারির জন্য একটি আলাদা বিভাগও তৈরি করেছে কমিশন। কন্ট্রোল রুমে ওয়েব কাস্টিংয়ে সঙ্গেই জুড়ে দেওয়া হবে AI-কে। AI-তে নির্দিষ্ট কিছু ইনপুট দেওয়া থাকবে। তার বাইরে কিছু ঘটলেই কম্পিউটার স্ক্রিনে ভেসে উঠবে সেই বুথের ছবি। পাশাপাশি অ্যালার্ম বেজে উঠবে কন্ট্রোল রুমে। ফলে সহজেই কন্ট্রোল রুমের কর্মীরা শনাক্ত করতে পারবেন কোন বুথে ঘটনাটি ঘটেছে।তারপর খতিয়ে দেখে পদক্ষেপ করা হবে।
আপাতত দেশের মধ্যে শুধু পশ্চিমবঙ্গের ভোটে ওই প্রযুক্তি প্রথমবার ব্যবহার করা হবে। প্রথম দফার নির্বাচন ১৯ এপ্রিল। ওই দিন তিনটি আসনের ভোটগ্রহণে নজর রাখবে কৃত্রিম বুদ্ধিমত্তা।