নিউজ ডেস্ক: চলতি বছরের জানুয়ারি মাসেই লাক্ষাদ্বীপ সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই দ্বীপের অত্যাশ্চর্য সৌন্দর্যের ছবি শেয়ার করেছিলেন তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। ছবি শেয়ারের সাথে সাথে বিদেশের কোনও সমুদ্র সৈকতে ঘুরতে না গিয়ে, দেশের অন্দরেই থাকা এত সুন্দর সমুদ্র সৈকতে ঘুরতে আসার আহ্বান জানান তিনি। আর প্রধানমন্ত্রী মোদীর এই আহ্বানের প্রভাব কতটা জোরাল, তার প্রভাব বোঝা যাচ্ছে লাক্ষাদ্বীপের পর্যটনের গ্রাফ দেখেই।
লাক্ষাদ্বীপের পর্যটন আধিকারিক ইমতিয়াজ মহম্মদ টিবি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাক্ষাদ্বীপে আসার পরই এই দ্বীপ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ বেড়েছে। প্রচুর মানুষ লাক্ষাদ্বীপ সম্পর্কে খোঁজ-খবর নিচ্ছেন। শুধু দেশের মানুষরাই নন, বিদেশ থেকেও বহু মানুষ খোঁজ নিচ্ছেন লাক্ষাদ্বীপের পর্যটন নিয়ে।
প্রসঙ্গত, হঠাৎ করে মলদ্বীপের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্কের তিক্ততা তৈরি হয়েছে। তার জেরে মলদ্বীপের পর্যটনেও ধাক্কা এসেছে। একের পর এক মলদ্বীপের টিকিট বাতিল হচ্ছে। ভারতীয় পর্যটকরা এক কথায় মলদ্বীপ সফরের কথা এখন ভাবতে নারাজ। বরং মলদ্বীপের বিকল্প হিসেবে অনেকেই এখন লাক্ষাদ্বীপকে বেছে নিচ্ছেন।
Tags: bengali newsIndialakshadweepLakshadweep Tourismnarendra modiPM ModiTourism Officerwest bengal live