নিউজ ডেস্ক: সামনেই লোকসভা ভোট(lok sabha vote 2024), হাতে গুনে আর কয়েকদিন বাকি। ইতিমধ্যেই ভোট প্রচারের মাধ্যমে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে সব দলের প্রার্থীরাই। আর এরই মধ্যে আবারও আঙুল উঠল রাজ্যের শাসক দলের বিরুদ্ধে। এবার অভিযোগ বিজেপি(BJP) কর্মীর ওপর রাতের অন্ধকারে হামলা।
ঘটনাটি ঘটেছে রবিবার রাতে বীরভূমের(birbhum) মহম্মদ বাজার এলাকায়। মহম্মদ বাজারের(mohammad bazar) কপিস্টার গ্রাম পঞ্চায়েতের ভারকাটা গ্রাম থেকে দলীয় বৈঠক সেড়ে বাড়ি ফেরার সময় তিন বিজেপি কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনার পরেই রবিবার রাতে আহত বিজেপি কর্মীদের ভর্তি করা হয়েছে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে(suri super speciality hospital)।
তাদের অভিযোগ অন্ধকার রাস্তায় বাইক নিয়ে আসার সময় কয়েকজন তৃণমূলের(TMC) কর্মী তাদের পথ আটকায় এবং বাঁস ও রড দিয়ে মারধর করা হয় তাদের। এরপর কোনক্রমে সেখান থেকে তারা পালিয়ে আসে মহম্মদ বাজারে। পরে তাদের আহত অবস্থায় ভর্তি করা হয় হাসপাতালে।
ঘটনার খবর পৌঁছাতেই তাদের দেখতে হাসপাতালে এসে পৌঁছান বীরভূম বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা(Dhruba saha)। তবে কেবল জেলা সভাপতি নয়। সোমবার সকাল হতেই আহতদের সঙ্গে দেখা করতে যান বিজেপি প্রার্থী দেবাশিস ধরও(debashis dhar)।
Tags: bengali newsbirbhumbjpbjp workergeneral electionlok sabha vote 2024mohammad bazarnews in bengalisuri super speciality hospitaltmcwest bengalwest bengal live