নিউজ ডেস্ক: পিংলায় যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আর কিছুক্ষণের মধ্যে খড়গপুর স্টেশনে নামবেন রাজ্যপাল। পিংলায় বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় পিংলা যাচ্ছেন রাজ্যপাল। নিহত বিজেপি কর্মীর নাম শান্তনু ঘোরুই।
লোকসভা ভোটের আগে বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় নিরাপত্তা নিয়ে একগুচ্ছ অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।
প্রসঙ্গত, সম্প্রতি পিংলার বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলে মৃতের পরিবারের সদস্যদের নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় । তখনই রাজ্যপালের কাছে তাঁরা দাবি জানিয়েছিলেন, পিংলায় যেতে হবে রাজ্যপালকে। এবার সেই কথা মতোই সোমবার পিংলার উদ্দেশ্যে রওনা দেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।
গত রবিবার পিংলায় বাড়ি থেকে কয়েকশ মিটার দূরে ধান ক্ষেতে বিজেপি কর্মী শান্তনু ঘোড়ুইয়ের দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, তাঁকে খুন করেছে তৃণমূলের দুষ্কৃতীরা। খবর পেয়ে সেদিনই নিহত দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরন্ময় চট্টোপাধ্যায়। বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যুর সিবিআই তদন্ত দাবি করেন তিনি।