নিউজ ডেস্ক: কদিন বাদেই লোকসভা ভোট(lok sabha vote 2024), শেষ মুহূর্তে কোমর বেঁধে প্রচার চালাচ্ছেন সব দলের প্রার্থীরাই। তবে এই শাসক-বিরোধী দলের ভোটের লড়াইয়ে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে প্রভাব পড়ছে দেশের ভবিষ্যতের কাণ্ডারিদের ওপর।
সোমবার আলিপুরদুয়ারে(alipurduar) ভোট প্রচারে যাচ্ছেন এবারের লোকসভা ভোটের ঘাটাল কেন্দ্রের তৃণমূল প্রার্থী তারকা সাংসদ দীপক অধিকারী ওরফে দেব। আর দেব আসবে বলেই নিরাপত্তা রক্ষার্থে ছুটি দেওয়া হল স্কুল, এমনটাই নোটিশ দিয়ে জানিয়েছে আলুপুরদুয়ারের জটেশ্বর উচ্চ বিদ্যালয়।
স্কুলের নোটিশে(school notice) স্পষ্ট ভাবে উল্লেখ করা হয়েছে যে, বিদ্যালয়ের পঞ্চম থেকে দ্বাদশ শ্রেনির সব ক্লাস চতুর্থ পিরিয়ডের পরে ছুটি হয়ে যাবে, কারন মাননীয় সাংসদ শ্রী দীপক অধিকারী(dev) সোমবার দুপুর ২টো নাগাদ আকাশ পথে হেলিকপ্টারে বিদ্যালয়ের মাঠে অবতরন করবেন। তাই নিরাপত্তার স্বার্থে স্কুল ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিদ্যালয় কতৃপক্ষ।
উল্লেখ্য এই ভোটের মরশুমে এর আগেও যখন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা(CRPF) রাজ্যে এসেছিল তখন সেই জওয়ানদের থাকার বন্দোবস্ত করতে রাজ্যের বিভিন্ন সরকারি স্কুলকে বেছে নেওয়া হয়েছিল। যার ফলে পঠনপাঠনে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। বেশ কিছু স্কুলে আচমকা বন্ধ করে দেওয়া হয়েছিল ক্লাস। যার ফলে সামগ্রিক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছিল ছাত্রছাত্রীদের পঠন পাঠন।
আর এবার উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের এই ঘটনায় আবারও বন্ধ হল পঠন পাঠন। তবে দেব আসবে বলে নিরাপত্তা রক্ষার্থে স্কুল ছুটি দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। ভোটের(election) জন্য বা ভোট সংক্রান্ত কোনও কাজে কেন বারবার ক্ষতিগ্রস্থ হচ্ছে ছাত্র সমাজ সেই প্রশ্ন থেকেই যাচ্ছে।
বিদ্যালয়ে ছুটি দিয়ে রাজনৈতিক প্রচার কতটা যুক্তিযুক্ত সেই প্রসঙ্গে জটেশ্বর উচ্চ বিদ্যালয়ের টিচার ইন চার্চ অমিত কুমার দত্ত জানিয়েছেন,” এ ব্যাপারে আমি কোন মন্তব্য করব না। যেহেতু আমাদের এখানে অ্যারেঞ্জমেন্ট হয়েছে, পরিস্থিতির সাপেক্ষে আমাকে সিদ্ধান্ত নিতে হয়েছে।”