নিউজ ডেস্ক: ফের সংবাদ শিরোনামে ভূপতিনগর(Bhupatinagar), সম্প্রতি ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডকে কেন্দ্র করে তুঙ্গে কেন্দ্র-রাজ্য তরজা। আর এরই মধ্যেই ভূপতিনগরে তদন্তকারী অফিসার(investigating officer ) বদল। সিআই ভূপতিনগরকে এই তদন্তের দায়িত্ব দেওয়া হল। ভূপতিনগরের সার্কেল ইন্সপেক্টর শ্যামল চক্রবর্তীকে দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রথমে এই মামলায় ভূপতিনগর থানার এক সাব ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিক দায়িত্বে ছিলেন। কিন্তু তাঁকে বদল করে এবার ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিক শ্যামল চক্রবর্তীর হাতে দায়িত্ব দেওয়া হল।
প্রসঙ্গত, দেড় বছরের পুরনো একটি বিস্ফোরণের মামলায় (Bhupatinagar blast incident)এনআইএ(NIA) অভিযান আর দুই তৃণমূল নেতার গ্রেফতারি নিয়ে তুলকালামকাণ্ড রাজ্য রাজনীতিতে। রাজ্যের সীমা ছাড়িয়ে সেই প্রভাব পড়েছে দিল্লিতেও। দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে মামলা, নির্বাচন কমিশনে অভিযোগ।
উল্লেখ্য গত শনিবার বলাইচরণ মাইতি এবং মনোব্রত জানা নামে দু’জন অভিযুক্তকে ভূপতিনগর বিস্ফোরণ কান্ডে গ্রেফতার করেছিল এনআইএ(NIA)। তবে বলাইচরণ এবং মনোব্রতকে গাড়িতে তুলে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়ার সময় কেন্দ্রীয় এজেন্সির গাড়ি ঘিরে ধরেন উত্তেজিত গ্রামবাসীরা। তাঁরা বলাই এবং মনোব্রতকে গাড়ি থেকে নামিয়ে দেওয়ার দাবি করতে থাকেন বলে দাবি এনআইএ আধিকারিকদের। এর পরেই এনআইএর ওপর হামলা চালিয়ে গাড়ির কাচ ভেঙে দেওয়া হয়। এতে এক আনআইএ আধিকারিক আহত হন।
Tags: bengali newsbhupatinagarBhupatinagar blast incidentinvestigating officernews in bengaliNIAstate newswest bengalwest bengal live