নিউজ ডেস্ক: রাগ অভিমান অতীত। এবার প্রচারে নামলেন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা (John Barla) । মঙ্গলবার বিজেপি প্রার্থী মনোজ টিগগার (Manoj Tigga) সঙ্গে মাদারিহাট বিধানসভার চাবাগান এলাকায় প্রচারে নামেন জন। সঙ্গে ছিলেন বিজেপির (BJP) কয়েক হাজার কর্মী সমর্থক। সামনে সারিতে এবং বহুসংখ্যক ছিলেন মহিলারাই।
উল্লেখ্য আলিপুরদুয়ার (Aliporeduar) লোকসভা কেন্দ্র থেকে গত লোকসভা নির্বাচনে জিতে কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রকের মন্ত্রী হয়েছিলেন জন বার্লা। কিন্তু এবার এই লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবে মাদারিহাটের (Madarihat) বিধায়ক মনোজ টিগগার নাম (Manoj Tigga) ঘোষণা করতেই জন বার্লা রণং দেহী হয়ে ওঠেন। মনোজ টিগগার বিরুদ্ধে নানান অভিযোগ তুলে সরব হন। প্রকাশ্যে রেলের অনুষ্ঠানে মনোজ টিগগাকে প্রার্থী পদ প্রত্যাহারের হুমকিও দেন জন বার্লা। কিন্তু উত্তরবঙ্গে মোদির সব সভাতেই হাজির থাকেন জন বার্লা।
রবিবার ধুপগুড়িতে (Dhupguri) মোদির সভাতেও জন নিজেকে মোদি ভক্ত বলে ভাষন দেন। আর তার পরেই সোমবার সকালে জন বার্লার বাড়িতে গিয়ে হাজির হন মনোজ টিগগা। তবে এদিন মনোজকে ফিরিয়ে দেন নি জন বার্লা। ঘরে ডেকে একান্তে দুজনে কথাও বলেছেন। এদিনের অনুষ্ঠান শেষে জন বার্লা বলেন, “ উত্তরবঙ্গে যত আসন আছে বিজেপি সবকটিতে জয়ী হবে। গতবারেও আমরা উত্তরবঙ্গ থেকে বেশিরভাগ আসন দিতে সক্ষম হয়েছি। এবার আমরা সকলে মিলে কাজ করলে তার চেয়েও বেশি আসন মোদিজীকে উপহার দিতে পারব।”
প্রসঙ্গত মনোজ টিগগা এলাকায় দক্ষ সংঠক হিসেবে পরিচিত। বিধায়ক হিসেবেও তার সুনাম রয়েছে। যেভাবে জনকে বশ করে তিনি মাস্টারস্ট্রোক দিলেন তাতে তৃণমূলের দুশ্চিন্তা বাড়াবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
অন্যদিকে এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী প্রকাশ চিক বরাইক। তার হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় গত সপ্তাহে সভা করে গেছেন। কিন্তু তার মমতা বন্দ্যোপাধ্যায় চলে যাওয়ার পর তার মিছিল মিটিংয়ে আগের মত লোক হচ্ছে না। এই অঞ্চলে শাসক দলে একাধিক গোষ্ঠী। দলের শীর্ষ নেত্রী সকলকে একসঙ্গে মিলে মিশে কাজ করার কথা বললেও দলের নিচুতলার একটা বড় অংশ নিষ্ক্রিয় হয়ে পড়ায় বেকায়দায় পোড়তে পারেন প্রকাশ চিক বরাইক। তার কেন্দ্রে অভিনেতা এবং ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের আসাকে কেন্দ্র করে জটেশ্বর স্কুলে ছুটি দেওয়া হয়। সেই ঘটনা নিয়ে কম জলঘোলা হয়নি। মানুষের মনে এর প্রতিক্রিয়া প্রকাশ বাবুর জন্য সুফল বয়ে আনবে কী না তা সময় বলবে।