নিউজ ডেস্ক: ময়নার সভা থেকে অভিজিৎ
গঙ্গোপাধ্যায়ের ভবিষ্যদ্বাণী তৃণমূল (TMC)এবছরের মধ্যে
ভেঙে যাবে। এপ্রসঙ্গে তিনি বলেন, “বিজেপি (BJP) প্রার্থীদের জয়ী করুন। তাহলে তৃণমূল কংগ্রেস নিজে
থেকেই ভেঙে যাবে। ডিসেম্বর পর্যন্ত তৃণমূল কংগ্রেসের মেয়াদ
আমি দেখছি না।” ডিসেম্বরের কথা বলেও বিকল্প ডেডলাইনও
দিয়েছেন প্রাক্তন বিচারপতির তথা বিজেপির তমলুকের প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Avijit
Gangopadhyay)। প্রসঙ্গত ২০২২ সালে ডিসেম্বর ডেড লাইন দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)।এই বক্তব্য রাখার সময় বিরোধী দলনেতাও (LOP) তার পাশেই ছিলেন।
প্রসঙ্গত তৃণমূল ভেঙে যাওয়ার যে ডেডলাইন দিয়েছেন অভিজিৎ বাবু তার পরবর্তী সম্ভাব্য ডেডলাইনও
দিয়ে রেখেছেন তিনি। এ বছরের ডিসেম্বরে পর্যন্ত না মিললে দেড় বছর পর
২০২৬-এর বিধানসভা নির্বাচন ভোটের কথা বলে রাখলাম। এই দুর্বৃত্তদের আর একদিনও ক্ষমতায় রাখা যাবে না।
এরা পশ্চিমবঙ্গকে শেষ করে দিচ্ছে।
২০২২-এর শুভেন্দু অধিকারীর গলাতেও শোনা
গিয়েছিল ডিসেম্বর তত্ত্ব। সে বছর বেশ কয়েকটি তারিখের উপর
জোর দিয়েছিলেন বিরোধী দলনেতা। পরে শুভেন্দু অধিকারী বশ্য
বলেছিলেন ডেড লাইনের বিষয়টি সংবাদ মাধ্যমের ব্যাখ্যা। এই দিনগুলি রাজনীতি ও সরকারি প্রশাসনে গুরুত্বপূর্ণ দিন ছিল।