নিউজ ডেস্ক : সকাল থেকেই রোদ মেঘের খেলা চলছে। ১১ এপ্রিল বৃহস্পতিবার ইদ। আর ইদের আগে বড় আপডেট দিয়েছে আবহাওয়া দফতর। ইদে বৃষ্টির সম্ভাবনা, জানাচ্ছে হাওয়া অফিস। কলকাতা সহ একাধিক জেলায় বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং (Darjeeling) ও কালিম্পঙের (Kalimpong) পাশাপাশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি এই জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার দাপটও থাকবে।
বৃহস্পতিবারেও বৃষ্টির পূর্বাভাস (Rainfall Forecast) একাধিক জেলায়। তবে বৃষ্টি হলেও গরমের অনুভূতি থেকে রেহাই মিলবে না। বেলা বাড়লে বাড়বে গরম। পশ্চিমের জেলাগুলিতে শুকনো আবহাওয়া থাকবে। উপকূলের কাছাকাছি অঞ্চলে আর্দ্রতাজনিত অস্বস্তি। আগামী তিন দিন রাজ্যজুড়ে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। আগামিকাল, শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে রাজ্যে। তবে দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে।
পাশাপাশি শহর কলকাতায় সকাল থেকে আংশিক মেঘলা আকাশ। বৃষ্টির সম্ভাবনা কম। ইদের দিন বেলা বাড়লে গরম বাড়বে সঙ্গে বাড়বে অস্বস্তিও। কলকাতায় বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রা। আগামী ৪৮ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি সামান্য সম্ভাবনা। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৬ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।