নিউজ ডেস্ক: বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বে পরামর্শে এবার ফের ভোট প্রচারের ময়দানে মহাগুরু মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। তার প্রচার শুরু হবে উত্তরবঙ্গ থেকে রবিবার ১৪ই এপ্রিল থেকে। টানা তিন দিনের উত্তরবঙ্গে থাকছেন মিঠুন চক্রবর্তী।
আলিপুরদুয়ার জলপাইগুড়ি (Jalpaiguri) ও কোচবিহারে(Coochbihar) দলীয় প্রার্থীদের সমর্থনে তার র্যালি ও সভা রয়েছে। স্থানীয় দলীয় কর্মীদের আহবানে বেশ কয়েকটি সাংগঠনিক বৈঠকেও অংশ নেবেন তিনি এমনটাই বিজেপি সূত্রে খবর।
২০২৪-এর লোকসভা নির্বাচন পাখির চোখ বিজেপির। সেই লক্ষ্যেই উত্তরবঙ্গে বিশেষভাবে জোর দিচ্ছে দলের উঁচুতলা থেকে নিচুতলার সমস্ত কর্মীরা। কারণ উত্তরবঙ্গ এখনও বিজেপির শক্ত ঘাঁটি। তবে দক্ষিণবঙ্গেও তারা প্রচারে হেলাফেলা করতে রাজি নয়। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি আসনে তাদের বাড়তি সুবিধা রয়েছে। সেই সমস্ত আসনেও মিঠুন চক্রবর্তীকে ময়দানে নামানো হবে এমনটাই দলীয় সূত্রে জানা গেছে। যেহেতু দক্ষিণবঙ্গে পরবর্তী দফাগুলিতে ভোট রয়েছে তাই আগেভাগে উত্তরবঙ্গে মিঠুন চক্রবর্তীকে ময়দানে নামাচ্ছে পদ্ম শিবির।
প্রথম দফায় আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে ভোট রয়েছে। উত্তরবঙ্গের এই সমস্ত আসনে আগেভাগেই প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রচার সেরে গিয়েছেন। শেষ বেলার প্রচারে মিঠুন চক্রবর্তীকে ময়দানে নামিয়ে বাজিমাত করতে চায় পদ্ম বাহিনী।
বিধানসভা নির্বাচনের পর থেকেই প্রচারে তারকা প্রচারক হিসেবে মিঠুন চক্রবর্তী বিজেপির হয়ে সুর ছড়িয়েছেন। শেষ পঞ্চায়েত নির্বাচনেও তার ঠাসা কর্মসূচি ছিল এবার। আবার লোকসভার ময়দানে তারকা প্রচারক হিসেবে দেখা যাবে ডিস্কো ড্যান্সারকে। মিঠুন চক্রবর্তীর সঙ্গে বাংলার আবেগ জড়িয়ে আছে। সেই আবেগকেই কাজে লাগাতে চায় পদ্মফুল শিবির। শেষ বেলায় বাজিমাত করতে নিশীথ প্রামাণিক, মনোজ টিগগা এবং জয়ন্ত রায়ের সমর্থনে জনসভা রোড শো সহ একাধিক রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন মিঠুন।