নিউজ ডেস্ক: সামনেই লোকসভা ভোট। আর ভোটের আগেই আবার বিতর্ক দানা বাঁধল তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে। বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Gangopadhyay) পায়ে হাত দিয়ে প্রণাম করে ভোটের মুখে বিতর্কে জড়ালেন তমলুকের এক পুলিশ আধিকারিক। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হওয়া মাত্রই তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক।
জানা গেছে, সম্প্রতি তমলুকে প্রচারে যান তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেখানে মাতঙ্গিনী হাজরার মূর্তিতে মাল্যদান করে রাস্তায় ঘুরে ঘুরে আসন্ন লোকসভা ভোটের প্রচার সারেন তিনি। এরপর সেখান থেকে জেলখানা মোড়ের কাছেও প্রচারে যান। সেখানেই বাড়ি তমলুক(tamluk) পুলিশ টেলিকম থানার আধিকারিক অব্ধেশ সিংয়ের। তাঁর দাবি, প্রচারের ফাঁকে বিজেপি প্রার্থীর শৌচালয় ব্যবহারের দরকার পড়ে। এরপর ওই পুলিশ কর্মীর কাছে তাঁর শৌচালয় ব্যবহারের অনুমতি চান তিনি। অনুরোধে সাড়া দিয়ে শৌচালয় ব্যবহার করতে দেন অব্ধেশ।
পুলিশ আধিকারিকের দাবি, সেকারণেই বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁর বাড়িতে যান। এরপর বিজেপি প্রার্থী ওই পুলিশ আধিকারীকের মাকে প্রনাম করেন। তারপর তার বাড়ির সকলেই অভিজিৎবাবুকে প্রণাম করেন। তখন তিনিও বাকি সবার সাথেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে(Abhijit Gangopadhyay) পায়ে হাত দিয়ে প্রণাম করেন। এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই বলেই দাবি তাঁর।
তবে গোটা ঘটনার ব্যাখ্যা দিয়ে তৃণমূল(TMC) নেতৃত্ব ইতিমধ্যেই নির্বাচন কমিশনে জানিয়েছেন। অন্যদিকে পাল্টা বিজেপি এই ঘটনাকে সনাতনী কৃষ্টি সংস্কৃতি বলেই দাবি করেছেন। তবে পুলিশ আধিকারিকের এই যুক্তিতে কান দিতে নারাজ রাজনৈতিক মহল।
তবে এই গোটা ঘটনায় বিজেপির(BJP) তমলুক সাংগঠনিক জেলা সভানেত্রী তথা বিধায়িকা তাপসী মণ্ডল বলেন, “ওই সময় ওই অফিসার অন ডিউটিতে ছিলেন না। তাই ব্যক্তিগতভাবে গুরুজন হিসেবে তিনি সম্মান দেখিয়ে কাউকে প্রণাম করতেই পারেন। তাতে বিতর্ক কিংবা অন্যায় কিছু দেখছি না।”