নিউজ ডেস্ক: বিজেপির(BJP) প্রচার গাড়ির ওপর হামলার ঘটনায় এবার অভিযোগের আঙুল উঠল তৃণমূলের(TMC) দিকে। বুধবার রাতে বিজেপির একাধিক প্রচার গাড়িতে হামলা চলে। রাতের অন্ধকারে গাড়িগুলি ভাঙচুরের ঘটনাটি ঘটে বাঁকুড়ার(bankura) ইন্দাস থানার খোসবাগ এলাকায়। শুধুমাত্র গাড়ি ভাঙচুরিই নয় পাশাপাশি গাড়িতে থাকা প্রচার মূলক সব ফ্লেক্স ছিঁড়ে ফেলে হামলাকারীরা।
ঘটনার পরে গাড়ির চালকরা ইন্দাস থানায় হাজির হয়ে অভিযোগ জানাতে গেলে ইন্দাস থানার পুলিশ(police) সেই অভিযোগ নিতে অস্বীকার করে বলে অভিযোগ।
এরপরে মেলের মাধ্যমে পুলিশকে ও নির্বাচন কমিশনকে গোটা ঘটনাটি জানায় বিজেপি নেতৃত্ব। একই সঙ্গে এই ঘটনার কড়া নিন্দা করে রাজ্যের শাসক দলকে কড়া হুঁশিয়ারি দিয়েছে বিজেপি।
এহেন ঘটনায় বিজেপির তরফ থেকে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে নরেন্দ্র মোদীর(PM Narendra Modi) ঘোষিত কর্মসূচি অনুযায়ী বিকশিত ভারতের প্রচার মূলক দুটি গাড়ি বর্ধমানের খণ্ডঘোষ এলাকা থেকে ইন্দাসের দিকে যাচ্ছিল। কারন শুক্রবার ইন্দাস এলাকায় বিকশিত ভারতের একটি প্রদর্শনী হওয়ার কথা ছিল। তবে বিজেপির অভিযোগ বৃহস্পতিবার রাতে ইন্দাসের খোসবাগ এলাকায় আসতেই বিকশিত ভারতের ওই দুটি গাড়ির উপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায়।
যদিও তৃণমূলের ওপরে আসা এই অভিযোগ অস্বীকার করে গোটা ঘটনাটিকে বিজেপির সাজানো বলে দাবি করেছে তৃণমূল। তাদের দাবি, এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই। বরং বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ(saumitra khan) নিজের দলের লোকেদের দিয়ে ভাঙচুর করিয়ে সমবেদনা আদায়ের চেষ্টা করছে বলে পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।