নিউজ ডেস্ক: মমতা বন্ধ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) বক্তব্যের প্রতিবাদে এবার ময়দানে নামল রাজ্যের বিরোধী দল। পয়লা বৈশাখের সকাল থেকেই নন্দীগ্রামে(nandigram) তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে তালা লাগিয়ে বিক্ষোভ দেখাল বিজেপি।
শনিবারের একটি সভা মঞ্চে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে(suvendu adhikari) কটাক্ষ করতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুর জেলা প্রসঙ্গ নিয়ে একটি মন্তব্য করেন। সে প্রসঙ্গেই গোটা জেলাকে ‘গদ্দারদের জেলা’ বলে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। সেই মন্তব্যের প্রতিবাদেই রবিবার সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে নন্দীগ্রাম।
প্রসঙ্গত, শুভেন্দু অধিকারীকে প্রায়ই গদ্দার বলে আক্রমণ করে থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূলের(TMC) অন্যান্য নেতারা। সম্প্রতি ঘটে যাওয়া বেঙ্গালুরুর ক্যাফে বিস্ফোরণ কাণ্ডে শুক্রবার পূর্ব মেদিনীপুর থেকে দুই সন্দেহভাজন জঙ্গি ধরা পড়ে। তারপরেই অধিকারী পরিবারের দিকে আঙুল তুলেছিল রাজ্যের শাসক দল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছিলেন, ওই দু’জন ধরা পড়েছে ‘গদ্দারদের জায়গা’ থেকে। এরপর এই মন্তব্যকে ঘিরে ক্ষোভে ফেটে পড়ে বিজেপি(BJP)
রবিবার সকাল হতেই মুখ্যমন্ত্রীর এহেন মন্তব্যের প্রতিবাদে নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের বিরুলিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার বিরুলিয়া বাজার সংলগ্ন তৃণমূল কংগ্রেস কার্যালয়ে বিজেপি কর্মী সমর্থকরা তালা লাগিয়ে দেন এবং তৃণমূল কংগ্রেস কার্যালয়ের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান। একইসঙ্গে তৃণমূল কংগ্রেসের গেটের সামনে বিজেপির পতাকা ও লাগিয়ে দেন বিজেপি কর্মীরা। তাদের দাবি, এই মন্তব্যের জন্য অবিলম্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমা চাইতে হবে।
বিজেপির বক্তব্য, এই পূর্ব মেদিনীপুর থেকে অনেক প্রতিবাদের মুখ উঠে এসেছে। গোটা ভারত বর্ষ পূর্ব মেদিনীপুরকে শ্রদ্ধা করে। তাই পূর্ব মেদিনীপুরকে গদ্দারের জায়গা বলে মুখ্যমন্ত্রী অন্যায় করেছেন। গোটা জেলাবাসীকে অসম্মান করেছেন। যতক্ষণ পর্যন্ত তিনি তার এই মন্তব্য প্রত্যাহার না করবেন ততক্ষণ পর্যন্ত বিজেপির প্রতিবাদ চলবে।
এ প্রসঙ্গে তমলুক সাংগঠনিক জেলা বিজেপি সহ সভাপতি প্রলয় পালের বক্তব্য,”আজ পার্টি অফিসে তালা লাগিয়েছি, এবার সমস্ত রকম কাজকর্ম বন্ধ করব।”