আম্বেদকরের জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি ডঃ সুভাষ সরকারের
Bankura,Bjp Candidate,BJP, Subhas Sarkar, TMC,Election Campaign, Lok Sabha Vote, B.R Ambedkar,General Election 2024,Narendra Modi,Madhyom, Bengali News , News in Bengali, State News, West Bengal
নিউজ ডেস্ক: সামনেই লোকসভা ভোট(lok sabha vote 2024), হাতে গোনা আর মাত্র কয়েকদিন বাকি। তাই রবিবার নববর্ষের দিনেও চুটিয়ে ভোট প্রচারে নেমেছেন প্রার্থীরা। জনসংযোগ বাড়াতে এবার ভোট প্রচারে বেরিয়ে জুতো পালিশ করতে দেখা গেল বাঁকুড়ার বিজেপি প্রার্থী ডঃ সুভাষ সরকারকে(Subhas Sarkar ), ইতিমধ্যেই বিষয়টি নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল।
রবিবার বি আর আম্বেদকরের(B.R Ambedkar) জন্মদিন উপলক্ষে বাঁকুড়ার মাচানতলা থেকে লালবাজার পর্যন্ত বিশেষ পদযাত্রায় অংশ নেন বাঁকুড়ার বিজেপি প্রার্থী ডঃ সুভাষ সরকার। সেখানেই হুড খোলা গাড়িতে চড়ে নিজের জুতো পালিশ করলেন তিনি। মিছিলে প্রচার চালাতে চালাতে হঠাৎই তিনি নিজের হাতে তুলে নেন নিজের জুতো। গাড়িতে দাঁড়িয়েই ব্রাশ দিয়ে সেই জুতো পালিশ করতে শুরু করেন তিনি।
নিষ্ঠার সঙ্গে কাজ করলে কোনও কাজই ছোটো নয়। বি আর আম্বেদকর দলিত ও অত্যন্ত নিম্ন বর্গ থেকে উঠে এসে সংবিধান প্রণয়নের মতো মহান কাজ করেছিলেন। একই সঙ্গে নরেন্দ্র মোদির(PM Narendra Modi) নাম করে তিনি বলেন,আম্বেদকরের স্বপ্ন আজ পূরণ করছেন প্রধানমন্ত্রী। বি আর আম্বেদকরের সেই ভাবনা মানুষের মধ্যে ছড়িয়ে দিতেই তিনি এদিন জুতো পালিশ করেছেন।
জুতো পালিশের বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস। ওই কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ চক্রবর্তী বলেন, ‘এটা কি জনগণের জুতো পালিশ হচ্ছে। সেটা তো হয়নি। জনগণকে তো ছুঁড়ে ফেলে দিয়েছে। এসব করে নাটক করছে। এতে কি ভোট বাড়ে।’
যদিও এমন ঘটনা আশ্চর্যের নয়। ভোটারদের দৃষ্টি আকর্ষণ করতে ভোটের প্রচারে বেরিয়ে এর আগে বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলকে কখনও চুল কাটতে দেখা গিয়েছে,কখনও আবার দেখা গেছে চা, চপ, পাঁপড় ভেজে তা বিক্রি করতে। কোনও প্রার্থীকে আবার দেখা গেছে টোটো চালাতে,কাউকে আবার দেখা গেছে সবজি বিক্রি করতে। তাই বিজেপি(BJP) প্রার্থীর এই কাজ জনগনের দৃষ্টি করে বি আর আম্বেদকরের প্রতি তার জন্মদিনে সামান্য শ্রদ্ধাঞ্জলি ছাড়া আর কিছুই না বলেই জানিয়েছেন তিনি।