নিউজ ডেস্ক: লোকসভা ভোটের শেষ বেলার প্রচারে সোমবার আলিপুরদুয়ারে লোকসভা ভোটের বিজেপি মনোনীত প্রার্থী মনোজ টিগ্গার হয়ে প্রচারে নেমেছিলেন মিঠুন চক্রবর্তী(Mithun Chakraborty),সকাল থেকেই ৮ থেকে ৮০ বাঁধভাঙ্গা উচ্ছ্বাস নিয়ে আলিপুরদুয়ারের রাজপথে ভিড় জমিয়েছিলেন। ডিআরএম চৌপথী থেকে আলিপুরদুয়ার (Alipurduar) শহরের চৌপথী পর্যন্ত দল মত নির্বিশেষে বিএফ রোডের দু ধারে হাজার হাজার মানুষ ভিড় করেছিলেন।
প্রচন্ড রোদ উপেক্ষা করে ঘন্টার পর ঘন্টা হাজার হাজার মানুষ একবার তার প্রিয় নায়ক কে দেখার জন্য ঠায় দাঁড়িয়ে ছিলেন। তবে মাধবমোড় এলাকায় এসে মিঠুন চক্রবর্তী প্রচন্ড গরমে ক্লান্ত বোধ করায় হুডখোলা গাড়ি থেকে নেমে যান। এরপর তার কনভয় আলিপুরদুয়ার চৌপথীর দিকে রওনা হয়।
জনসংযোগে মিঠুন-
বাড়ির ছাদে,রাস্তার ধারে মিঠুনকে দেখে ভক্তরা হাত নেড়েছেন, পাল্টা মিঠুন নমস্কার করেছেন। মিঠুনের সঙ্গে হুড খোলা গাড়িতে ছিলেন বিজেপির(BJP) আলিপুরদুয়ারের প্রার্থী মনোজ টিগ্গা। মহাগুরু গাড়ি থেকে নেমে যেতেই পায়ে হেটে বাকি পথ হেঁটেছেন বিজেপি প্রার্থী মনোজ(Manoj Tigga)। তবে তিনিও গরমে অসুস্থ হয়ে পড়েন। এরপর রাস্তার পাশে বিজেপি কর্মীরা প্রার্থীকে হাওয়া করতে শুরু করেন। কিছুক্ষন পর স্থিতিশীল হন তিনি।
রাজনীতির উর্ধ্বে অন্য ছবি-
অন্যদিকে শহরের ১১ ভাগ কালিবাড়ি এলাকায় জেলা কংগ্রেসের সহ-সভাপতি শ্যামল রায় মিঠুন চক্রবর্তীর কনভয়ের সামনে এসে দাঁড়িয়ে পড়েন, তার সঙ্গে হাত মেলাতে আসায় মিঠুন চক্রবর্তী ও পাল্টা হাত এগিয়ে দিয়েছেন। রাজনীতির উর্ধ্বে এ যেন অন্য ছবি ধরা পরল মিঠুনের আলিপুরদুয়ার শোভাযাত্রাকে কেন্দ্র করে।