নিউজ ডেস্ক: আসন্ন লোকসভা নির্বাচনের(Lok Sabha Vote 2024) জন্য এবার বড় সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন(Election Commission)। লোকসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর যথাযথ ব্যবহার নিশ্চিত করতে প্রতি জেলায় একজন করে নোডাল অফিসার নিয়োগের সিদ্ধান্ত নিল কমিশন। শনিবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফের সব জেলাশাসক তথা জেলার নির্বাচনী আধিকারিককে এই নির্দেশ পাঠানো হয়েছে।
সম্প্রতি ভোটের বাহিনী মোতায়েন নিয়ে বৈঠকে বসেছিলেন কমিশনের স্পেশাল অবজারভার ও পুলিশ অবজারভার। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। কমিশন সূত্রের খবর, সিএপিএফ এর জন্য এই নোডাল অফিসার নিয়োগ করা হচ্ছে। জানা গেছে এই নোডাল অফিসারেরা(nodal officers) মূলত কেন্দ্রীয় বাহিনীর ওপর নজরদারি চালাবেন।
এর আগে ৬ এপ্রিল দুই বিশেষ পর্যবেক্ষকের সঙ্গে বৈঠকে এই একই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ঠিক করা হয়েছিল জেলা স্তরের একজন নোডাল অফিসার কে নিযুক্ত করা হবে,যিনি জেলায় জেলায় সব কটি কন্ট্রোল রুমের(Control Room) মধ্যে যোগসূত্র বজায় রাখবেন। এবার সেই সিদ্ধান্তেই সিলমোহর দিল নির্বাচন কমিশন।
উল্লেখ্য আগামী ১৯ এপ্রিল প্রথম দফায় ভোট হবে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে। উত্তরবঙ্গের ওই তিনটি লোকসভা কেন্দ্রে ৫,৮১৪ টি বুথ রয়েছে। কমিশন সূত্রের খবর, সুষ্ঠুভাবে ভোট(Election) সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই প্রথম দফার আগে রাজ্যে এসে পৌঁছেছে ২৭৭ কোম্পানি। যার মধ্যে ২৬৩ কোম্পানি ব্যবহার করা হবে প্রথম দফার নির্বাচনে। বাহিনীর পাশাপাশি ভোটের কাজে লাগানো হচ্ছে রাজ্য পুলিশকেও। কমিশন(Election Commission) সূত্রে খবর, ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন করা হতে পারে প্রথম দফার ভোটে।