নিউজ ডেস্ক: সাজো সাজো রব গোটা ভারত জুড়ে। কারন আগামীকাল অর্থাৎ বুধবারই দেশ জুড়ে পালন হবে রাম নবমী(Ram Navami 2024), দীর্ঘ ৫০০ বছরের প্রচেষ্টার পর অযোধ্যায়(Ayodhya) তৈরি হয়েছে রাম মন্দির। তাই এবছরের রাম নবমী বিশাল সমারোহের সাথে পালন করবে হিন্দুরা। কিন্তু তার আগেই বর্ধমান দুর্গাপুরের হেভিওয়েট বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ(Dilip Ghosh) রামনবমী নিয়ে হুঙ্কার ছাড়লেন।
রামনবমীর মিছিল প্রসঙ্গে
মঙ্গলবার রাম নবমীর প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “পঞ্চাশ হাজারের মিছিল হবে রামনবমীতে। কেউ আটকাতে পারবে না। এই দেশ রামের দেশ। ৫০০ বছরের চেষ্টায় রাম মন্দির হয়েছে। হিন্দুরা(Hindu) বিজয় উৎসব পালন করবে। আমি আবেদন রাখছি হিন্দু সমাজের কাছে। হাজার হাজার মানুষ রাস্তায় নামুন। দিলীপ ঘোষ সঙ্গে আছে। ত্রিশূল ধরেছি। প্রয়োজনে সব ধরবো হিন্দু সমাজের জন্য। কোনও বাপের ব্যাটার হিম্মত নেই হিন্দুস্থানে হিন্দুদের আটকায়। আদালত এবং সংবিধান আমরা তৈরি করেছি দেশ রক্ষার জন্য। তৃণমূল(TMC) এলে তাদের এই নির্বাচনে সমূলে বিনাশ করুন।”
উল্লেখ্য রাজ্যে এখন ভোটের হাওয়া। রাম নাবমীর একদিন বাদেই অর্থাৎ ১৯ এপ্রিল থেকে রাজ্যের শুরু হচ্ছে ২০২৪ এর প্রথম দফার লোকসভা নির্বাচন(Lok Sabha Vote 2024),বর্তমানে শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত প্রতিটি দলের প্রার্থীরাই। কিন্তু অন্যদিকে ভোটের আবহের মধ্যেই রাজ্যে রামমহোৎসব শুরু করে দিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ। ১৫ দিন ধরে চলবে এই অনুষ্ঠান। তার মধ্যে আছে রামনবমী, হনুমান জয়ন্তী।
প্রসঙ্গত, গত বছর ২০২৩-এ রামনবমীকে কেন্দ্র করে হাওড়া, হুগলি ও উত্তর দিনাজপুরের কয়েকটি জায়গায় অশান্তি হয়েছিল। তাই এবার একাধিক জনসভায় রামনবমী নিয়ে দাঙ্গার আশঙ্কা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই রাম নবমীর অনুষ্ঠান ও মিছিলের অনুমতি পেতে আদালতের দারস্থ হয়েছিল বিশ্ব হিন্দু পরিষদ। সেই মামলার শুনানিতে সোমবারই আদালত রাম নবমীর মিছিলের অনুমতি দিয়েছে। শুনানিতে বিচারপতি জয় সেনগুপ্ত জানিয়েছেন,রাজ্য পুলিশের(West Bengal Police) পক্ষে রাম নবমীর মিছিল নিয়ন্ত্রণ করা সম্ভব না হলে তারা কেন্দ্রীয় বাহিনী চাইতে পারবে। তবে সেক্ষেত্রে মিছিলের ২৪ ঘণ্টা আগে বাহিনী(Central Force) চাইতে হবে রাজ্য পুলিশকে। সেই মতো নিরাপত্তার ব্যবস্থা করবে কেন্দ্রীয় বাহিনী।