নিউজ ডেস্ক:বাড়ছে গরম! তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৪০ ডিগ্রি। আগামী কয়েক দিন এই অস্বস্তিকর গরম (Heatwave) অব্যাহত থাকবে বলেই আবহবিদদের একাংশ জানিয়েছেন। রাজ্যের কোথাও কোথাও তাপমাত্রার পারদ ৪৬ ডিগ্রির ঘরে পৌঁছবে বলেও জানিয়েছেন।
কলকাতা, হাওড়া সহ একাধিক শহরে গরমে নাজেহাল হবে মানুষ।
পূর্বাভাস ছিল, ১৭ এপ্রিল থেকেই লু বইবার মতো অনুভূতি হবে পশ্চিমের জেলাগুলিতে। কিন্তু গতকাল অর্থাৎ ১৬ এপ্রিল থেকেই তাপপ্রবাহের কবলে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর জেলা। অর্থাৎ ৪ জেলায় নাভিশ্বাস উঠছে গরমে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, পরবর্তী আরও ৭২ ঘন্টা পশ্চিমের সমস্ত জেলা তাপ্রবাহের কবলে পড়বে।
কলকাতায় বুধবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৯ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
অন্যদিকে উত্তরবঙ্গের দৃশ্যটা কিছুটা হলেও আলাদা। উত্তরবঙ্গে আপাতত বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার সহ জলপাইগুড়িতে হালকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। তবে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে।
Tags: heat wavekolkatanorth bengalsun burnsun strocktemperatureweatherweather reportweather updatewest bengal live