নিউজ ডেস্ক: আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন। তার পরেই এই কেন্দ্রে লোকসভা ভোট (Loksabha Election 2024) । ভোটের প্রাক্কালে অভিযোগ পাল্টা অভিযোগে জমজমাট আসানসোলের (Asansol) রাজনৈতিক মঞ্চ । এরই মাঝে আসানসোল লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ তথা আসানসোল লোকসভা কেন্দ্রের এবারের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার (Satrughna Sinha) বিরুদ্ধে পড়ল পোস্টার। পোস্টারে লেখা “সন্ধান চাই, সন্ধান চাই”। অর্থাৎ বিদায়ী সাংসদ এবং প্রার্থী নাকি নিখোঁজ। তাঁকে দেখা কিংবা খুঁজে পাওয়া যাচ্ছে না।
ইতিমধ্যেই ভোট প্রচারে ব্যস্ত সমস্ত রাজনৈতিক দলগুলি। এই কেন্দ্রে বিজেপি বর্ষীয়ান বিজেপি নেতা এস এস আহলুওয়ালিয়াকে (S. S. Ahluwalia) প্রার্থী করেছেন। যিনি এই কেন্দ্রেরই বাসিন্দা। অন্ডাল গ্রামের বিভিন্ন জায়গায় দেখা গেল পোস্টার এবং লিফলেট। তাতে লেখা “সন্ধান চাই,সন্ধান চাই ” মাননীয় শত্রুঘ্ন সিনহা মহাশয়কে দীর্ঘকাল যাবৎ আমরা খুঁজে পাচ্ছিনা। যদি কোন সহৃদয় ব্যক্তি তাকে খুঁজে পান আমাদের জানাবেন”- অন্ডাল গ্রাম বিজেপি তরফে এমনই পোস্টার পড়ল এলাকায়।
কেন অন্ডাল এলাকায় এই ধরনের পোস্টার? এই বিষয়ে পশ্চিম বর্ধমান জেলার বিজেপির কিষান মোর্চার সহ-সভাপতি রবীন্দ্রনাথ রায়কে প্রশ্ন করা হলে তিনি বলেন, ” বিজেপির আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় দল ছেড়ে তৃণমূলে যোগদান করেন, ২০২২ সালে সেই জায়গা পূরণ করার জন্য হয় উপনির্বাচন। উপনির্বাচনের ভয়ানক ভয়ভীতির পরিবেশে শত্রুঘ্ন সিনহা আসানসোল লোকসভা কেন্দ্রের বিপুল ভোটে জয়লাভ করেন। কিন্তু তারপর থেকেই শত্রুঘ্ন সিনহাকে এলাকার মানুষ দেখতে পাওয়া বলেই বিজেপির তরফ থেকে এই ধরনের পোস্টার দেওয়া হয়েছে বলে জানান,বিজেপির কিষান মোর্চার সহ-সভাপতি। পাশাপাশি তিনি এও বলেন , এবারেও আসানসোল লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা, তাই হয়তো এবারও ভোট দিলে তাকে আর দেখতে পাওয়া যাবে না। মানুষের কাছে এই বার্তা পৌছাতেই এই পোস্টার দিয়েছেন বলে জানান তিনি।”
অন্যদিকে অন্ডাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুধীন পান্ডে বলেন, “বিজেপি আসানসোলের প্রার্থী দেওয়ার মত লোক খুঁজে পাচ্ছিল না। বর্তমানে বিজেপির আসানসোল লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে যার নাম ঘোষণা করেছেন। তিনিই দুর্গাপুরে পাঁচ বছর ধরে নিখোঁজ ছিলেন বলে পোস্টারও পড়ে দুর্গাপুর শহর অঞ্চলজুড়ে। বিজেপির কিছু নেই বলেই এই ধরনের কুৎসা ছড়াচ্ছে।”