নিউজ ডেস্ক: নির্বাচন কমিশনের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করলেন রাজ্যের বিরোধী দলনেতা (LOP) শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary) । বৃহস্পতিবার উত্তরবঙ্গে ভোটের (Loksabha Election 2024) প্রচারে গিয়েছিলেন তিনি। সেখানেই নির্বাচন কমিশনের (Election Commission) ভূমিকায় যে একেবারে খুশি নন তাঁর স্পষ্ট করে জানিয়ে দেন। তাঁর মতে একাধিক বিষয়ে নির্বাচন কমিশনের পদক্ষেপ আরো কঠোর হওয়া উচিত ছিল। কিন্তু তা হয়নি।
বৃহস্পতিবার শিলিগুড়ি (Siliguri) মহকুমা পরিষদের ফাঁসিদেওয়া ব্লকে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন শুভেন্দু। দার্জিলিংয়ের বিজেপি প্রার্থী রাজু বিস্তার (Raju Bista) সমর্থনে প্রচার কর্মসূচি ছিল তাঁর। সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল নেতৃত্বকে কটাক্ষ করেন বিরোধী দলনেতা। তাঁর ভাষণে উঠে আসে হিংসা প্রসঙ্গ। আগেভাগেই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন রামনবমীতে হিংসা হবে। এরপরই দেখা যায় বুধবার রামনবমীর দিন মুর্শিদাবাদের গোষ্ঠী সংঘর্ষের ঘটনা ঘটে। অগ্নিসংযোগ করা হয়। আশপাশের বাড়ি থেকে মিছিল লক্ষ্য করে পাথর ছোঁড়া হয়।
শুভেন্দু এই প্রসঙ্গে বলেন, “সংখ্যালঘু ভোট হারাচ্ছে তৃণমূল কংগ্রেস। অশান্তি ছড়ানো হচ্ছে। রাজ্যের বিভিন্ন জায়গায় গোলমাল পাকানো চেষ্টা হচ্ছে। পুলিশ যদি আগেভাগে ব্যবস্থা নিত তাহলে এই ঘটনা ঘটার কথাই নয়। হিংসা নিয়ে সাত দিন ধরে চিৎকার করে গেছেন মমতা। নির্বাচন কমিশনের সাহস থাকলে তাকে গ্রেফতার করা উচিত ছিল। রামনবমীর অশান্তির কারণ হিসেবে মমতার ষড়যন্ত্রকে এই দায়ী করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।