নিউজ ডেস্ক: কড়া নিরাপত্তার ঘেরাটোপের মধ্যে শুরু হয়ে গেল ২০২৪ এর লোকসভা ভোট(Lok Sabha Election 2024)। শুক্রবার সকাল থেকেই কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি আসনে প্রথম দফার ভোটগ্রহণ(phase 1 Voting) চালু হয়ে গেছে। এবার লোকসভা নির্বাচনে কোচবিহারকে পাখির চোখ করেছে নির্বাচন কমিশন(Election Commission), কিন্তু এত নিরাপত্তার মধ্যেও ভোট গ্রহন চালু হতেই একাধিক জায়গায় বিজেপি ওপর হামলার অভিযোগ উঠে আসছে।
সকাল থেকেই কোচবিহারের কিছু জায়গায় বিক্ষিপ্ত অশান্তির খবর উঠে এসেছে। বিজেপির(BJP) তরফ থেকে ইতিমধ্যেই কমিশনের কাছে পাঁচটা অভিযোগ জমা পড়েছে। কোথাও বুথ দখল, কোথাও ছাপ্পা কথাও বা বিজেপির পোলিং এজেন্টকে(BJP Polling Agent) ঢুকতে বাধা। এমনকি অপহরণেরও অভিযোগ এসেছে বিজেপির তরফে।
জলপাইগুড়িতে বিজেপির বুথ অফিস পুড়িয়ে দেওয়ার অভিযোগ-
শিলিগুড়ির কাছে জলপাইগুড়ি লোকসভায় ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা এলাকায় ভালোবাসা মোড়ে ৮৬ নং বিজেপির বুথ অফিস পুড়িয়ে দেওয়ার অভিযোগ।
জলপাইগুড়িতে বিজেপি পরিবারের ওপর হামলা-
জলপাইগুড়ি রাজগঞ্জ বিধানসভার ১৮/৯৭ বুথের দুইটি বিজেপি পরিবারের ওপর হামলার অভিযোগ। অভিযোগের তির তৃণমূলের দিকে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
শীতলকুচিতে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ-
শীতলকুচির গোসাইহাট গ্রাম পঞ্চায়েতের বড় ধাপের চাত্রা এলাকায় ভোট দিতে যাবার সময় এক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃনমুলের বিরুদ্ধে। অভিযোগ এদিন তিনি বড় ধাপের চত্রায় এলাকায় তিনি ২০১ নং বুথে ভোট দিতে যাচ্ছিলেন সেই সময় তৃণমূল(TMC) কর্মীরা তাকে বাঁশ দিয়ে মারধর করে। যদিও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছেন।
শালবাড়িতে বিজেপির এক যুব নেতাকে মারধরের অভিযোগ-
বিজেপির এক যুব নেতাকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে বক্সিরহাট থানার শালবাড়ির ঘটনা৷
বিজেপির বুথ অফিসের সামনে তৃণমূলের পতাকা লাগানোর অভিযোগ-
রাজগঞ্জের ১৮/২৫৪ নম্বর বুথে বিজেপির বুথ অফিসের সামনে তৃণমূলের পতাকা লাগিয়ে দেওয়ার অভিযোগ।
বিজেপির পোলিং এজেন্টকে অপহরণ-
কোচবিহারের দিনহাটায় বিজেপির পোলিং এজেন্ট বিশ্বনাথ পালকে বুথ থেকে অপহরণের অভিযোগ। শুকারুরকুটির কুরশারহাটের ২২১ নম্বর বুথের সামনে থেকে বিজেপির পোলিং এজেন্টকে তৃণমূলের বাইক বাহিনী অপহরণ করে নিয়ে যায় বলে অভিযোগ।
বিজেপির পোলিং এজেন্টকে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ-
কোচবিহার দক্ষিণের চারটি কেন্দ্রে বিজেপির পোলিং এজেন্টদের বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ।
গিরিয়াকুঠিতে বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুরের অভিযোগ-
দক্ষিণ কোচবিহারের গিরিয়াকুঠিতে বিজেপি সমর্থক কর্মীদের বাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির(BJP) অভিযোগ, বেছে বেছে তাঁদের সমর্থকদের বাড়ি চিহ্নিত করা হচ্ছে। বাঁশ, লাঠি, লোহার রড নিয়ে বাড়িতে ব্যাপক ভাঙচুর চলেছে।