ভোটার স্লিপ নিয়েই ভোট দিলেন ঝড় বিধ্বস্ত এলাকার ভোটাররা
Lok Sabha Election 2024, phase 1 Voting, Maynaguri, Jalpaiguri,General Election, North Bengal, election news,voter slip, Suvendu Adhikari,PM Modi,Election Commission, madhyom,bengali news, news in bengali, state news, west Bengal
মাধ্যম নিউজ ডেস্ক: ভোটার কার্ড নয় এবার ভোটার স্লিপ নিয়েই ভোট দিলেন ময়নাগুড়ি(Maynaguri ) ঝড় বিধ্বস্ত এলাকার ভোটাররা। গত ৩১ মার্চ বিধ্বংসী টর্নেডো ঝড়ে ময়নাগুড়ি ব্লকের বিস্তৃর্ন অংশের মানুষ সর্বস্ব খুইয়েছেন। বহু মানুষের অন্যান্য সামগ্রীর সঙ্গে হাড়িয়ে গেছে কিংবা নষ্ট হয়ে গিয়েছে ভোটার কার্ড। তাই ঝড় বিধ্বস্ত এলাকার মানুষদের যাতে ভোট দিতে কোনো অসুবিধা না হয় সেজন্য সেখানকার মানুষেরা ভোটের স্লিপ(voter slip) দেখিয়েই ভোট দিতে পারবেন বলে নির্বাচন কমিশন আগেই ঘোষনা করেছিল।
সেই মত প্রশাসনের তরফ থেকে ভোটের আগে ঝড় বিধ্বস্ত এলাকার মানুষদের হাতে পৌছে দেওয়া হয় ভোটের স্লিপ। ঝড়ে ঘড়বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার মন খারাপের মাঝেও ভোট নিয়ে যথেষ্ঠ আগ্রহ রয়েছে বিধ্বস্ত এলাকার বাসিন্দাদের।
গ্রামের বাসিন্দা শিবু রায় বলেন, ‘ভোট দিতে কোনও সমস্যা হয়নি। আমি আধার কার্ড(Adhar card) দেখিয়ে ভোট দিয়েছি। অনেকের সব কাগজই হারিয়ে গিয়েছে। তারা ভোটার স্লিপ দেখিয়ে ভোট দিচ্ছেন। অনেকে হাসপাতাল থেকে টোটো করে এসে ভোট দিয়ে যাচ্ছেন।’
উল্লেখ্য ঝড়ের পর শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari) সহ অন্যান্য বিজেপি(BJP) নেতারা ঝড় বিধ্বস্ত এলাকায় গিয়েছিলেন। পাশাপাশি ধুপগুড়ির সভায় এসে ঝড় বিধ্বস্ত মানুষদের পাশে থাকার কথা শোনা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(PM Narendra Modi) গলাতেও। তাই স্বাভাবিক ভাবেই ঝড় বিধ্বস্ত এলাকার ভোটের দিকে নজর রয়েছে রাজনৈতিক মহলেরও৷