নিউজ ডেস্ক: দেশের আর্থিক স্থিতি স্বাভাবিক রাখতে এবার ব্যাঙ্কগুলিতে নতুন নির্দেশ দিল কেন্দ্রীয় ব্যাঙ্ক (Reserve Bank),ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) বলেছে, ১ অক্টোবর থেকে ব্যাঙ্ক এবং এনবিএফসি (NBFC) গুলিকে খুচরো এবং এমএসএমই (MSME) মেয়াদি ঋণের জন্য ঋণগ্রহীতাদের সব তথ্য জমা দিতে হবে। এতে ঋণের সুদ ও অন্যান্য খরচসহ ঋণের নথি (KFS) সংক্রান্ত যাবতীয় তথ্য দিতে হবে।
অর্থাৎ ১ অক্টোবরের পর থেকে নতুন নিয়মের আওতায় ঋণ পাবেন গ্রাহকেরা।
রিজার্ভ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে ব্যাঙ্ক এবং এনবিএফসিগুলোতে খুচরো ও এমএসএমই ঋণের নিয়ম ১ অক্টোবর থেকে পরিবর্তিত হচ্ছে।
রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশ
আরবিআই জানিয়েছে, নতুন নিয়মে ঋণগ্রহীতাকে সুদ এবং অন্য খরচ সহ ঋণের সব তথ্য (KFS) অবশ্যই সরবরাহ করতে হবে। এই নিয়মের ফলে বেসরকারি ব্যাঙ্কগুলো গ্রাহকদের যাবতীয় তথ্য জানাতে বাধ্য থাকবে। বিশেষ করে পার্সোনাল লোন দেওয়ার ক্ষেত্রে ডিজিটাল ঋণ এবং স্বল্প পরিমাণের ঋণ সংক্রান্ত সমস্ত তথ্য প্রদান করা বাধ্যতামূলক করা হয়েছে।
উল্লেখ্য এই ধরনের ঋণে স্বচ্ছতা বাড়াতে আরবিআই-এর আওতাধীন আর্থিক প্রতিষ্ঠানগুলির প্রোডাক্ট সম্পর্কিত তথ্যের অভাব দূর করার জন্য এই নিয়মটি করা হয়েছে। এর মাধ্যমে, ঋণগ্রহীতারা সমস্ত তথ্য খতিয়ে চিন্তা ভাবনা করে লোন নিতে পারবেন। আরবিআই-এর নিয়ন্ত্রণাধীন সমস্ত সংস্থা যেগুলো খুচরো ও এমএসএমই লোন দেয়, তাদের জন্য এই ঋণ প্রযোজ্য হবে।
ব্যাঙ্ককে নির্দেশ দেওয়া হয়েছে যে, লোন সংক্রান্ত সব তথ্য ও চার্জ গ্রাহকদের লিখিত আকারে জানাতে হবে। KFS -এ উল্লেখ করা নেই এমন কোনও চার্জ নেওয়া যাবে না। অর্থাৎ কোনও লুকনো চার্জ দিতে হবে না গ্রাহককে। ফলে ঝঞ্জাটহীন লোনের সুবিধা পাবেন গ্রাহকরা।
নতুন নিয়ম
রিজার্ভ ব্যাঙ্ক বলেছে , এবার থেকে থার্ড পার্টি পরিষেবা প্রদানকারীদের পক্ষ থেকে আরবিআই-এর আওতাধীন ঋণ গ্রহণকারী সংস্থাগুলি থেকে সংগৃহীত বিমা এবং আইনি ফিগুলির (এপিআর) অংশ হবে। এটি আলাদাভাবে প্রকাশ করতে হবে। অন্যদিকে নতুন ঋণগ্রহীতাদের সঙ্গে যদি বর্তমান গ্রাহকরাও নতুন করে ঋণ নেন, তাহলেও সেই লোণ এই নিয়মের আওতাতেই আসবে।