নিউজ ডেস্ক: ২০১৯ এর লোকসভা ভোটের
তুলনায় ব্যবধান কমলেও কলকাতা উত্তর লোকসভা আসনে বিজেপি
প্রার্থী তাপস রায়কে হারিয়ে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেসের
প্রার্থী সুদীপ বন্দোপাধ্যায়। তবে (Loksabha
Election 2024 Result) ফলাফল বিশ্লেষণ করলে দেখা যাবে সাংসদ সুদীপ
নিজের বুথেই পরাজিত হয়েছেন। নিজের
ঘরের এলাকাতেই সুদীপের জনপ্রিয়তা কমে যাওয়ায় চিন্তায় তৃণমূল শিবির। কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের চৌরঙ্গী বিধানসভার ৫৩ নম্বর ওয়ার্ডের
ক্যালকাটা বয়েজ স্কুলের ১৭১ নম্বর বুথের ভোটার সুদীপ বন্দ্যোপাধ্যায়। এই বুথে তৃণমূলের প্রাপ্ত ভোট ২৪৫। উল্টোদিকে
বিজেপি প্রার্থী তাপস রায়ের প্রাপ্ত ভোট ২৪৯। অর্থাৎ চারটি
ভোটে তৃণমূল প্রার্থীর সুদীপকে পরাজিত করেছেন বিজেপি প্রার্থী তাপস রায়।
কলকাতায় আরও বহু জায়গায় পিছিয়ে তৃণমূল (Loksabha Election
2024 Result)
তবে শুধু সুদীপ একা ঘরে হেরেছেন এমন নয় কলকাতার
৪ জন মেয়র পরিষদ ও একাধিক বরো চেয়ারম্যান লোকসভার বুথভিত্তিক
ফলাফলের নিরিখে (Loksabha Election 2024 Result) পরাজিত হয়েছেন
তাঁদের নিজের ওয়ার্ডে। সেখানে এগিয়েছে বিজেপি। কলকাতা পৌরসভার ৪৫টি ওয়ার্ডে বিজেপি এগিয়ে আছে। কলকাতা
পৌরনিগমের অধীনে ১৪৪ টি ওয়ার্ডের মধ্যে বিজেপি এগিয়ে ৪৫
টি ওয়ার্ডে। একটি মাত্র ওয়ার্ডে এগিয়ে
সিপিএম। তৃণমূলের হেরে যাওয়া ওয়ার্ডগুলির মধ্যে একাধিক
হেভিওয়েট কাউন্সিলর আছেন। তাঁদের মধ্যে রয়েছেন মেয়র পারিষদ
সদস্য সন্দীপন সাহা, দেবাশিস কুমার, অসীম
বসু ও সন্দীপ রঞ্জন বক্সি। পরাজিত বরো চেয়ারম্যানদের
তালিকায় আছেন সুশান্ত ঘোষ, দেবলীনা বিশ্বাস, জুঁই বিশ্বাস, সাধনা বসু, সুদীপ
পল্লে ও সুস্মিতা ভট্টাচার্য। পরাজিত হয়েছেন বিধায়ক পরেশ
পাল।তবে তাপস রায়ের ওয়ার্ডে ফুটেছে
পদ্ম।
ফলাফল নিয়ে অখুশি তৃণমূল শিবির
নির্বাচন শুরু হওয়ার আগে থেকেই সুদীপ
বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ খুলতে দেখা গেছে কুনাল ঘোষকে। অথচ ঘরের বুথে সুদীপ পরাজিত হওয়ার পর কুণাল ঘোষের সাবধানী প্রতিক্রিয়া,“আমরা এখনও (Loksabha Election 2024 Result)বুথভিত্তিক তথ্য সংগ্রহ করছি। সব তথ্য এখনও আমার হাতে আসেনি। যেখানে ভালো ফল করেছি। সেখানে আরও ভালো ফল করতে হবে।
যেখানে খারাপ ফল হয়েছে, সেখানে কী
কারণে খারাপ ফল হল? তা খুঁজে বের করে,
মেরামত করতে হবে। সূত্রের খবর দল জিতলেও বেশি ব্যবধান দিতে না পারায় কলকাতা
উত্তরের ২০ নম্বর ওয়ার্ডের পুরপ্রতিনিধি তৃণমূলের বিজয়
উপাধ্যায় পদত্যাগ করতে চেয়েছেন। এই ওয়ার্ডে মাত্র ২১৭
ভোটে এগিয়ে আছেন সুদীপ। পৌরনির্বাচনে বিজয়
সাড়ে ৯ হাজার ভোটে জিতেছিলেন। তাহলে জয়ের ব্যবধান হঠাৎ এত
কমে গেল কেন? জিজ্ঞাসা করায় বিজয় বলেন,“আমাকে দিদি ওখানে পাঠিয়েছিলেন। আমি
ওখানে ভোটে জয়ী হয়েছিলাম। অথচ লোকসভায় (Loksabha
Election 2024 Result) ব্যবধান কমে ২১৭ হয়ে
গেছে। আমি এটা মেনে নিতে পারছি না। আমি
প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে কথা বলেছি। প্রত্যেকে আমার কাজে খুশি। তাহলে ভোট দেবে না কেন?
সেই জন্য আমার অনেক কষ্ট হয়েছে। আমি আমার পদ থেকে ইস্তফা দিতে চাই । দলীয় সূত্রে খবর কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ
হাকিম, চেয়ারপার্সন মালা রায়ের কাছে
পদত্যাগ পত্র পাঠিয়েছেন বিজয়। দলীয় স্তরেও তিনি পদত্যাগ
পাঠিয়েছেন বলে খবর।