নিউজ ডেস্ক: রবিবার ছিল ফাদার্স ডে। আর সেইদিনই নেটপাড়ার মন কাড়ল এমন একটা ছবি, যা দেখে সবাই বলে উঠল “ধন্য বাবা, ধন্য কন্যা”। অক্লান্ত পরিশ্রম করে মেয়েকে আইএএস অফিসার তৈরি করেছেন বাবা, সেই মেয়েই আসল বাবার অ্যাকাডেমিতে প্রশিক্ষণ দিতে। মেয়েকে দেখে স্যালুট করলেন বাবা। আর তখনই হাসিতে ঝলমল করে উঠল বাবাক-মেয়ের মুখ। আসলে কষ্ট করে মেয়েকে মানুষ করেছেন। মেয়েও বাবার পরিশ্রমের মর্যাদা রেখেছে। আজ সেই মেয়েই দেশের আইএএস অফিসার। মেয়ের গর্বে গর্বিত পেশায় পুলিশ বাবা।
তেলঙ্গনার বাসিন্দা এন ভেঙ্কটেশ্বরুলু। পেশায় তেলঙ্গনা স্টেট পাবলিক সার্ভিস অ্যাকাডেমির (TSPA) ডেপুটি ডিরেক্টর। আজ তাঁর মেয়ে এন উমা হারথি আইএএস অফিসার। এদিন ফাদার্স ডে তে ট্রেনিং প্রোগামে যোগ দিতে উমা এসেছিলেন বাবার অ্যাকডেমিতেই। আর সেখানেই মেয়েকে ঢুকতে দেখে স্যালুট করলেন বাবা। আইএএস অফিসারকে স্বাগত জানানোর দায়িত্ব পড়ে ডেপুটি ডিরেক্টরের উপরেই। তিনিও হাসি মুখে ফুলের তোড়া দিয়ে মেয়েকে স্বাগত জানান। করেন স্য়ালুটও। বাবাকে দেখে খুশি হয়ে যান মেয়েও। এরপরে বাবা-মেয়ের জুড়ি নিজেদের কাজ শুরু করেন। একসঙ্গেই তারা কর্মীদের প্রশিক্ষণ দেন। জানা গিয়েছে ৩০ জুন পর্যন্ত চলবে এই প্রশিক্ষণ। এই প্রশিক্ষণ আইএএস অফিসারদের ভবিষ্যতে আরও গুরুদায়িত্ব কাঁধে তুলে নেওয়ার পথ প্রশস্ত করবে।
প্রসঙ্গত, ২০২২ সালেই ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন এন উমা হারাথি। গোটা দেশে তৃতীয় স্থান অধিকার করেছিলেন তিনি। বর্তমানে উমা মারি চেন্না রেড্ডি মানব সম্পদ উন্নয়ন ইন্সটিটিউটের প্রবেশনারি অফিসার। এদিন মন ভালো করা এই দৃশ্যের সাক্ষী থাকল তেলঙ্গানা স্টেট পাবলিক সার্ভিস অ্যাকাডেমি। বাবা-মেয়ের এমন মুহূর্ত দেখে ধন্য় ধন্য করছে নেটপাড়া। নেটিজেনদের একাংশ বলছেন মেয়েকে মানুষ করা স্বার্থক হয়েছে বাবার। এমন মেয়ের জন্য তো গর্বে মাথা উঁচু হবেই।