নিউজ ডেস্ক:: একসময় বাগনানের বাঁটুল গ্রামের কয়েশো পরিবার শঙ্খ শিল্পের সঙ্গে যুক্ত ছিলেন। যদিও বর্তমানে কাঁচামালের যোগানের অভাবে হাওড়া জেলার অন্যতম এই প্রাচীন শিল্প ধুঁকছে।ফলে একদিকে যেমন এই শিল্পে দক্ষ কারিগরের সংখ্যা কমছে অন্যদিকে সেইরকম নতুন প্রজন্ম ও আগ্রহ হারাচ্ছে এই শিল্পে।
সমুদ্র থেকে একটি শাঁখকে তুলে আনার পর সেটাকে প্রথমে পরিস্কার করা হয়। এরপর সেই পরিস্কার সাদা শাঁখকে হাতে মেশিনে কেটে তার থেকে বালা বের করা হয়। এরপর সেই বালাকে বিভিন্ন যন্ত্রের সাহায্যে নানা ডিজাইনের শাঁখা তৈরী করা হয়। যদিও ৯০ দশকের সময় থেকে শাঁখের আমদানি কমতে থাকায় এই শিল্প ক্রমশঃ ঝুকতে শুরু করে। আগে বাগনানের বাঁটুল গ্রামের কয়েকশো পরিবার এই শিল্পের সঙ্গে যুক্ত থাকলেও বর্তমানে গ্রামের হাতে গোনা মাত্র কয়েকটি পরিবার এই শিল্পের সঙ্গে যুক্ত আছে।
গ্রামের শাখারী শিল্পীদের মতে শাঁখের মূল্যবৃদ্ধির কারণে শাঁখারিরা আস্তে আস্তে এই কাজ থেকে সরে যাচ্ছে। আগে যেসব শাঁখা শিল্পীরা ছিল তারা ছাড়া আর নতুন করে শাঁখা শিল্পী আর না জন্মানোয় এই শিল্পের কোন উন্নতি দেখতে পাওয়া যাচ্ছেনা। তাদের মতে এর কারণে০ শাঁখা শিল্পের অবস্থা এখন খুব খারাপ। ফলে নতুন করে আর কেউ শাঁখা শিল্পের সঙ্গে যুক্ত হতে চাইছেনা। শিল্পীদের মতে কাঁচামালের যেভাবে দাম বেড়েছে শাঁখা তৈরী করে সেইভাবে লাভ পাওয়া যাচ্ছেনা। এই শিল্পের প্রতি আগ্রহ হারাচ্ছে শাঁখারীরা। ফলে অনেক ছোটখাট ব্যবসায়ী এই ব্যবসা বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে