নিউজ ডেস্ক: খাবারের খোঁজে বৃহস্পতিবার ভোর ৩টা নাগাদ ঝাড়গ্রাম ব্লকের বন দফতরের ঝাড়গ্রাম রেঞ্জের পুকুরিয়া বীটের শিমুলডাঙা গ্ৰামে বিনোদ মাহাতো নামে এক ব্যক্তির বাড়ির উঠানে এসে হামলা চালায় একটি দাঁতাল হাতি।হাতির গর্জনে বিনোদ মাহাতোর পরিবারের লোকেরা ঘুম থেকে উঠে পড়ে।এর পর তারা দেখতে পায় একটি দাঁতাল হাতি খাবারের খোঁজে বাড়ির উঠোনে এসে হামলা শুরু করেছে।
সেই সঙ্গে বাড়ির দরজা ভেঙে হাতি টি বাড়ির ভিতরে ঢুকে পড়ার চেষ্টা করে।হাতি টি বিনোদ মাহাতোর বাড়িতে বেশ কিছুক্ষণ তাণ্ডব চালিয়ে স্থানীয় জঙ্গলের দিকে চলে যায়।যার ফলে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রতিদিন হাতি এলাকায় এসে ঘরবাড়ি ভাঙচুর করছে মাঠে থাকা ফসলের ক্ষতি করছে। যার ফলে যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন ওই এলাকার গ্রামবাসীরা। বন দফতরকে গ্রামবাসীদের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়। বন দপ্তরের পক্ষ থেকে গ্রামবাসীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে জঙ্গল এলাকার রাস্তা দিয়ে যাতায়াত করতে গ্রাম বাসীদের নিষেধ করা হয়েছে।ঘটনা স্থলে গিয়ে হাতির গতিবিধির উপর নজরদারি শুরু করেছে বন দফতরের কর্মীরা। তা সত্ত্বেও হাতির হামলার আশঙ্কায় গ্রামবাসীরা যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন বলে তারা জানান