নিউজ ডেস্ক: পড়েছে
আষাঢ় মাস, কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে বৃষ্টি! আর
বৃষ্টি হলেই বানভাসি হবে ঘাটাল। তাই ঘাটালের বন্যা নিয়ে মহকুমা প্রশাসন আগাম কী কী প্রস্তুতি নিচ্ছে জানালেন মহকুমা শাসক সুমন বিশ্বাস।
সরকারি সমস্ত দপ্তর
গুলিকে বিভিন্ন ভাবে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বিভিন্ন সেল্টার হাউস
গুলিকে পরিষ্কার-পরিচ্ছন্ন রিপিয়ারিং করার নির্দেশ দেওয়া হয়েছে। বিগত বছরের
বন্যার সংক্রান্ত পাওনাদারদের বকেয়া থাকলে সেগুলি বিডিও, পৌরপ্রধানদের জরুরী ভিত্তিতে
মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এখন থেকেই বিভিন্ন নদী বাঁধগুলি কোথায়ও
কোন হোল বা গর্ত আছে কী না, দুর্বল
জায়গাগুলি চিহ্নিতকরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে
দেখতে বলা হয়েছে। বিভিন্ন নদী বাঁধগুলি পরিদর্শন করা ও প্রয়োজনীয় পদক্ষেপ
নেওয়া। পানীয় জল, শুকনো খাবার, নৌকা ,
রেসকিউ টিম, চিকিৎসা পরিষেবা এগুলির উপরে
বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
ইতিমধ্যেই ঘাটালের
নবনির্বাচিত অভিনেতা সাংসদ দীপক অধিকারী ওরফে দেব ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়নের
কথা বলেছেন। কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান রাজনীতির তাস হয়েই হপ্যত থেকে
যেতে পারে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।