নিউজ ডেস্ক কাঁকসায় বাংলাদেশের জঙ্গি সংগঠনের সাথে যুক্ত থাকার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স(STF)। জানা গেছে মানকর কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র হাবিবুল্লা শেখ। বছর কুড়ির ওই যুবক মানকর কলেজে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করত। লেখা পড়ায় মেধাবী ছাত্র হিসেবেই এলাকায় পরিচিত হাবীবুল্লা। শনিবার দুপুরে কাঁকসার মীরে পাড়ার বাড়ি থেকে হাবীবুল্লাকে গ্রেফতার করে এস টি এফ এর একটি দল।
এস টি এফ সূত্রে জানা গেছে, বেশ কয়েকমাস ধরেই ওই জুবক বাংলাদেশের জঙ্গি সংগঠনের সাথে রীতিমত যোগাযোগ রাখত। বিষয়টি জানার পরেই তাঁর উপরে নজর রাখা হচ্ছিল। তাঁর গতিবিধির উপরে নজর রাখার পরেই একাধিক প্রমাণ তথ্য হাতে আসতেই শনিবার অভিযান চালিয়ে অভিযুক্তকে বাড়ি থেকে গ্রেফতার করে এস টি এফ-এর একটি দল। তাঁকে প্রথমে আটক করে নিয়ে আসা হয় কাঁকসা থানায়। সেখানে তাঁকে জিজ্ঞাসাবাদ করার সাথে সাথে তাঁর বাবাকেও আটক করা হয়। কয়েক ঘন্টা ধরে চলে ম্যারাথন জেরা। খতিয়ে দেখা হয় তার ব্যবহৃত ল্যাপটপ ও মোবাইল। রাতেই তাঁকে একাধিক ধারায় গ্রেফতার করে কাঁকসা থানার পুলিশের হাতে তুলে দেয় এস টি এফ এর অধিককরিকরা।
এখনও পর্যন্ত ওই যুবক কার-কার সঙ্গে যোগাযোগ করেছে, আরও কেউ তাঁর সঙ্গে জড়িত আছে কী না তা খতিয়ে দেখছে এস টি এফ। এলাকা সূত্রে জানা গেছে পড়াশোনা ছাড়া বেশিরভাগ সময় সে ল্যাপটপ ও মোবাইল নিয়েই পড়ে থাকতো ।বাড়ির বাইরে খুব একটা দেখা যেত না তাঁকে। এলাকায় মেধাবী ছাত্র হিসেবেই পরিচিত হাবিবুল্লা। কী কারণের সে জঙ্গি সংগঠনের সাথে যুক্ত হয়েছিল তা বুঝে উঠতে পারছে না এলাকার মানুষ। হাবিবুল্লার গ্রেফতারির খবরে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। রাতেই কাঁকসা থানায় ভিড় জমান স্থানীয় তৃণমূল কর্মীরা। থানায় তৃণমূল কর্মী সমর্থকদের ভীড় জমায় নানান প্রশ্ন উঠতে শুরু করে। এলাকাসুত্রে জানা গেছে হাবীবুল্লার গোটা পরিবার তৃণমূলের সাথে যুক্ত। তৃণমূল সমর্থক হিসেবেই তারা পরিচিত এলাকায়।একাধিক ধারায় মামলা রুজু করে ধৃত হাবীবুল্লা কে আজ আদালতে পেশ করা হবে।