নিউজ
ডেস্কঃ তপনের মহিলা খুনের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে। খুনের পর ট্রাক্টরের রোটাভেটার দিয়ে দেহাংশ কাটা হয়েছে বলেই
প্রাথমিক অনুমান পুলিসের। এরপর সেই দেহাংশ জমির নানা জায়গায় মাটিতে মিশিয়ে
লুকিয়ে রাখা হয়। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই খুন বলে
অনুমান পুলিশের।
এদিন দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তল এক
সাংবাদিক সম্মেলনে জানান, “পুলিশ তদন্ত নেমে সাদ্দাম সরকার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। পুলিশি
জেলায় সে ঘটনার কথা স্বীকার করেছে। এদিন অভিযুক্তকে বালুরঘাট আদালতে তুলে পুলিশ ১৪ দিনের পুলিশি হেফাজতের আবেদন করেছে।”
উল্লেখ্য, তপন ব্লকের তরিয়ট এলাকায় জমি থেকে এক মহিলার পায়ের দেহাংশ উদ্ধার হয়।
অপরদিকে, এলাকা থেকে কিছু দূরে কার্তিকপুর পশ্চিম নিমপুর
এলাকার সুরাখা খাতুন নামে এক গৃহবধূ গত ১৮ তারিখে নিখোঁজ হন। পরিবারের লোকেরা জুতো
দেখে ওই মহিলাকে সনাক্ত করেন। গতকাল মৃতের পরিবারের লিখিত অভিযোগ এর ভিত্তিতে তপন
থানার পুলিশ তদন্তে নামে।