নিউজ ডেস্ক: গত ৫ই জুন ভোট পরবর্তী হিংসার শিকার হয়েছিলেন বিজেপি যুব মোর্চার নেতা ও পরিবার। বারাবনি বিধানসভার সরিষাতলির যুব মোর্চার নেতা খোকন মহারাজ ও তার পরিবার হামলার মুখে পড়েছিলেন। তৃণমূল দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছিল বলে অভিযোগ। বারাবনি থানার সরিষাতলির কাপিষ্টাতে ঘটেছিল এই ঘটনা। যুব মোর্চার নেতা খোকন মহারাজের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তার বাড়িতে চড়াও হয়।তাকে বেধড়ক মারধর করে।তাকে বাঁচাতে গিয়ে খোকন মহারাজের স্ত্রী অমৃতা মহারাজকে মারধর করা হয়েছে বলে অভিযোগ।
সোমবার সেই পরিবারের সঙ্গে দেখা করতে গেলেন বিজেপির রাজ্য নেত্রী তথা আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল। বিধায়ক বিজেপির কর্মী সমর্থক সহ যুব মোর্চার নেতা খোকন মহারাজকে সঙ্গে নিয়ে প্রথমে বারাবনি থানায় যান। সেখানে থানার আধিকারিকের সঙ্গে কথা বলেন। মূল অভিযুক্ত কেন গ্রেফতার হয়নি প্রশ্ন তোলেন তিনি। ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় পুলিশকে আবেদন করেন। তারপর তিনি খোকন মহারাজের পরিবারের সঙ্গে দেখা করেন। পাশে থাকার আশ্বাস দেন।