নিউজ ডেস্ক: ঘেমে-নেয়ে, ঠেলাঠেলি করে বাসের ওঠার দিন শেষ ৷ নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে লাগবে না মাত্রাতিরিক্ত ভাড়াও ৷ চাকরিজীবী মহিলাদের জন্য সুখবর। শহরে চালু হচ্ছে মহিলাদের জন্য বিশেষ লেডিজ স্পেশাল বাস। মঙ্গলবার হাওড়া থেকে এই পরিষেবার উদ্বোধন করলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।
এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, “রোজ সকাল ৯:৩০ মিনিট থেকে হাওড়া থেকে মহিলা স্পেশ্য়াল বাস চলবে বালিগঞ্জের উদ্দেশে। বাসটি পার্ক স্ট্রিট , এলগিনরোড, রাসবিহারী হয়ে বালিগঞ্জ পৌঁছবে । এই বাসের ড্রাইভার পুরুষ থাকলেও কন্ডাক্টরও মহিলা হবে।” হাওড়া থেকে আপাতত ১টি বাস চালু হল। পরবর্তী কালে যাত্রীদের সংখ্যা বুঝে বাড়াবেন সেই পরিকল্পনা রয়েছে। বিকাল সাড়ে পাঁচটা নাগাদ আবার বালিগঞ্জ থেকে হাওড়ার উদ্দেশ্যে একই রুটে হাওড়া দিকে আসবে বাসটি। সূত্রের খবর, বাসের ভাড়া ৪ টাকা থেকে ১১টাকা ধার্য করা হয়েছে। এছাড়াও স্কুল কলেজ পড়ুয়া, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত মহিলাদের জন্য ভাড়ায় বিশেষ ছাড় দেওয়া হবে।
পরিবহণ দফতরের এক আধিকারিকের কথায়, অফিস টাইমে বাসে যেরকম ভিড় থাকে তাতে সাধারণ মহিলা যাত্রীদের অফিস পৌঁছতে সমস্যা হয়। অনেকেই ভিড়ের কারণে বাসে উঠতে পারেন না। অপেক্ষা করতে হয় পরের বাসের জন্য। ফলে অফিস পৌঁছতে তাঁদের দেরি হয়ে যায়। এবার সেই সমস্যার অনেকটাই সমাধান হবে।
দফতরের এমন উদ্যোগে খুশি মহিলা যাত্রীরা। তাদের বক্তব্য,এবার থেকে লেডিস স্পেশ্যাল বাসে তারা আরও নিরাপদ এবং সুরক্ষিতভাবে যাত্রা করতে পারবেন। এক মহিলা যাত্রী বলেন, “লেডিস স্পেশ্যাল ট্রেন তো ছিল। কিন্তু সবার তো ট্রেন রুটে বাড়ি নয়। বাস রুট শুরু হল এটাই অনেক ভালো। এমন পরিস্থিতি মাঝেমধ্যে হয়, যে বাসের পাদানিতে দাঁড়িয়ে আসতে হয়। এমন অবস্থায় মহিলাদের জন্য স্পেশ্যাল বাসের ব্যবস্থা থাকলে তো ভালোই।” আরেক যাত্রী বলেন, “একটাই বাস আপাতত চলবে। তবে সল্টলেকের দিকে বাস গেলেও ভাল হত।”