নিউজ ডেস্ক: দেশ জুড়ে প্রবল বিক্ষোভ (Kenya Protest) এবং ২৩ জনের মৃত্যুর পর কেনিয়ার রাষ্ট্রপতি উইলিয়াম রুটো
বিতর্কিত ফিন্যান্স বিল প্রত্যাহার করে নিলেন। এর ফলে সরকার
দ্বারা চাপিয়ে দেওয়া কর বৃদ্ধির প্রস্তাব আরোপ করা হবে না। নতুন ফিন্যান্স বিলের প্রস্তাবের পর থেকেই দেশজুড়ে প্রবল বিক্ষোভ শুরু হয়েছিল।
এমনকি এই বিক্ষোভ পার্লামেন্টের দরজায় এসে পৌঁছয়। দেশজুড়ে
বিক্ষোভ দমনে পুলিশের গুলিতে কমপক্ষে ২৩ জনের মৃত্যু হয়েছে। শতাধিক মানুষ আহত
হয়ে হাসপাতালে ভর্তি।
চাপের মুখে ফিন্যান্স বিল প্রত্যাহার
বিক্ষোভ (Kenya Protest)
সরকারের ট্যাক্স
বৃদ্ধির প্রস্তাবের পর থেকেই প্রায় এক সপ্তাহ ধরে কেনিয়ায় দেশ জুড়ে
প্রবল বিক্ষোভ শুরু হয়। দেশের প্রতিটি বড়
শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে যুবসমাজ প্রতিবাদে পথে নামে। সরকারি ও বেসরকারি সম্পত্তি ভাঙচুর হয়।
পাল্টা পুলিশের গুলিতে মৃত্যুর জেরে দেশজুড়ে এক অরাজক
পরিস্থিতির সৃষ্টি হয়। এরপরেই প্রবল বিক্ষোভের বিক্ষোভ (Kenya Protest) মুখে চাপে পড়ে সরকার জানিয়েছে তারা বর্ধিত ট্যাক্স প্রত্যাহার করে
নিচ্ছে। যদিও আন্দোলনকারীরা জানিয়েছে তাঁরা আপাতত আগ্রাসী আন্দোলন প্রত্যাহার করলেও রুটোর পদত্যাগ না করা পর্যন্ত
তাঁদের আন্দোলন চলবে। সরকারের দিকে তাঁদের
কড়া নজর থাকবে। দেশের রাষ্ট্রপতি উইলিয়াম রুটোর পদত্যাগের
দাবিতে তাঁরা বৃহস্পতিবার একটি র্যালির
আয়োজন করবে।
গোয়ান্দা সংস্থার ব্যর্থতা
দেশের রাষ্ট্রপতি রুটো
জানিয়েছেন, তিনি নতুন ‘ফিন্যান্স
বিল’ যেখানে কর বৃদ্ধির প্রস্তাব রয়েছে তাতে আর সই করছেন
না। বুধবারই দেশে পুলিশ এবং জনগণের সংঘর্ষে ২৩ জন নাগরিকের
মৃত্যু হয় এবং কয়েকশো মানুষ জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়।
দেশের উপরাষ্ট্রপতি রিগাথি গাছাগুয়া যুব সমাজকে আন্দোলন প্রত্যাহার করার আহ্বান
জানিয়েছেন। যাতে আগামীতে দেশের সম্পত্তি নষ্ট না হয় এবং
কারও প্রাণহানি না হয়। একই সঙ্গে তিনি
দেশের গোয়েন্দা সংস্থার ভর্ৎসনা করে বলেন,“গোয়েন্দা সংস্থা সরকারকে সঠিক পরামর্শ দিতে
ব্যর্থ হয়েছে। দেশজুড়ে বিক্ষোভ (Kenya Protest) এমন
বিক্ষোভ হবে তা গোয়েন্দা সংস্থার কাছে কোন খবর থাকবে না, তা
হতে পারে না। মনে হয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা
ঘুমোচ্ছিলেন।” তিনি দেশের গোয়েন্দা সংস্থার প্রধানকে
পদত্যাগ করার নির্দেশ দিয়েছেন। সরকার ফিন্যান্স বিল প্রত্যাহার করে নিলেও দেশের
যুবসমাজের একটা বড় অংশ রুটর পদত্যাগ দাবি করে এখনো রাস্তায় থাকার হুঁশিয়ারি
দিয়েছে।