নিউজ ডেস্ক: সরকারি জমি
জবরদখল মামলায় শাসক দলের নেতা গ্রেফতার হল পুলিশের হাতে। ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার
বিঘার পর বিঘার সরকারি জমি জবরদখল থেকে হাত বদল করে বিক্রির মত একাধিক অভিযোগে
অভিযুক্ত জলপাইগুড়ি জেলা নেতৃত্ব দেবাশীষ প্রামাণিক। বুধবার রাতে অভিযুক্ত নেতা
দেবাশীষ প্রামানিক-কে গ্রেফতার করে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা
গিয়েছে জমি মামলার সহ খুনের চেষ্টা এবং মারধোরের মতো অভিযোগের ভিত্তিতে এদিন
সন্ধ্যায় নিউ জলপাইগুড়ি থানায় তলব করা হয় অভিযুক্তকে। অভিযুক্ত নেতাকে সন্ধ্যার
পর থেকেই টানা জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ। পুলিশের সঙ্গে স্পেশাল অপারেশনাল গ্রুপ
এবং ডিডির কয়েক ঘন্টা জেরার পর গ্রেফতার করা হয়।
পোড়া ঝাড়ে বিঘার পর
বিঘা সরকারি জমি জবরদখল করে কয়েক হাত বদল হয়ে গিয়েছে চড়া দামে। সেচ দপ্তরের
জমি কয়েক হাত বদল করে বিক্রির সঙ্গেও ডাবগ্রাম ফুলবাড়ী বিধানসভার এই তাব্বড় নেতার
যোগ রয়েছে বলেই একাধিকবার অভিযোগ উঠে আসে। শুধু জমি নয় বালি মাফিয়া বড় চক্রে
দেবাশীষ প্রামানিকের নাম রয়েছে। বোল্ডার পাচারের মতো অভিযোগ রয়েছে। এর সঙ্গে আরও
বড় চক্র রয়েছে বলেও পুলিশ সূত্রে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিমল রায় নামে এক ব্যক্তিকে খুনের চেষ্টা ও মারধোরের অভিযোগে রয়েছে দলীয়
নেতৃত্ব দেবাশীষ প্রামানিকের বিরুদ্ধে। সেই মামলাতেই এদিন জিজ্ঞাসাবাদে ডেকে
পাঠানো হয় দেবাশীষ প্রামানিককে থানায়। দেবাশীষ বাবু প্রাক্তন জলপাইগুড়ি জেলা
পরিষদের কর্মাধ্যক্ষ পদে ছিলেন। এছাড়া ডাবগ্রাম ফুলবাড়ি দলের সভাপতি পদে আসীন
রয়েছেন। এদিন নিউ জলপাইগুড়ি থানা থেকে রাত ৯টা নাগাদ গ্রেপ্তার করে শিলিগুড়ি থানায়
নিয়ে যাওয়া হয়। গ্রেফতারের খবর ছাড়ানোর পর থেকেই নিউ জলপাইগুড়ি থানায় দলীয়
নেতার অনুগামীদের ভিড় জমায়েত হতে শুরু করে। অনুগামীদের জমায়েত থেকে উত্তেজনা
সৃষ্টির আশঙ্কায় অন্য থানায় স্থানান্তরিত করা হয়।এই বিষয়ে জলপাইগুড়ি
জেলা তৃণমূল সভানেত্রী মহুয়া গোপকে একাধিক বার ফোন করা হলেও তিনি ফোনের উত্তর
দেননি। পুলিশের তরফে জানা গিয়েছে নিউজলপাইগুড়ি থানায় মামলা দায়ের প্রক্রিয়া চলছে।
অভিযুক্তকে বৃহস্পতিবার জলপাইগুড়ি আদালতে পেশ করা হবে বলেই জানা গিয়েছে। পাশাপাশি
মাটিগাড়া থানাতেও একাধিক জমি মামলায় রেশন ডিলার বিমল রায়কে আটক করেছে পুলিশ।
দীর্ঘদিন ধরেই রেশন দূর্নীতি থেকে একাধিক মামলা রয়েছে বিমল রায়ের বিরুদ্ধে। সিআইডি
বুধবার রাতে রেশন ডিলার বিমল রায়কে গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, এই মামলায় শিলিগুড়ি পুরনিগমের ৪০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজেশ
(মুন্না) প্রসাদের খোঁজে পুলিশের টহলদাড়ি চলছে। জমি সংক্রান্ত মামলায় দেবাশীষের
খাস মুন্না। দেবাশীষ ঘনিষ্ঠ হিসেবে ৩৬নাম্বার ওয়ার্ড কাউন্সিলর রঞ্জন শীল শর্মার
নামও রয়েছে পুলিশের স্ক্যানারে বলেই সূত্রের খবর।