নিউজ ডেস্ক: আপনারা কি আয়েশার কথা শুনেছেন? তাকে ঘিরে এখন শোরগোল পড়েছে। তার কাজে আলোড়ন ফেলেছে মধ্যপ্রাচ্যে। সংযুক্ত আরব আমিরশাহিতে এই প্রথম ভার্চুয়াল কর্মচারী যাকে কৃত্রিম বুদ্ধিমত্তার (Artificial intelligence) মাধ্যমে কাজ শুরু করার কথা ভাবা হয়েছে। আইনি বিষয়ে নানা তথ্য দিয়ে পরিষেবা প্রদান করবে আয়েশা। দেশের বিচার মন্ত্রকের উদ্যোগে কৃত্রিম বুদ্ধিমত্তাকে ব্যবহার করে বড় অগ্রগতি ঘটিয়েছে বলে মনে করা হচ্ছে।
বিচার ব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ (Artificial intelligence)
সংযুক্ত আরব আমিরশাহির বিচার বিভাগকে অত্যাধুনিক মাত্রা দিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial intelligence)। এই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দ্বারা একজন ভার্চুয়াল কর্মচারী আয়েশাকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। আদালতে মক্কেলদের সহায়তা করার জন্য শীঘ্রই আয়শাকে মোতায়েন করা হবে। এই কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে এক বছর আগে চালু করা হয়েছিল একটি অ্যাপ্লিকেশন। তাতে অডিও এবং ছবি সহ নতুন সামগ্রী তৈরি করার কথা জানা গিয়েছে। এবার তাকে সফল ভাবে প্রয়োগ করা হবে। এই এআই প্রযুক্তি বিজ্ঞানের ক্ষেত্রে যেমন কাজ করছে, ঠিক তেমনি এবার বিচার ব্যবস্থায় আইনি সাহায্যেও প্রয়োগের কথা ভাবা হয়েছে।
কীভাবে কাজ করবে আয়েশা?
জানা গিয়েছে, আয়েশা (Artificial intelligence) ভার্চুয়ালি আদালতের প্রবেশদ্বারে অবস্থান করবে এবং মক্কলদেরকে তাদের লেনদেন সম্পর্কে প্রয়োজনীয় তথ্য প্রদান করবে। মামলার ভিত্তি, লেনদেন পরিচালনা বিষয়ে প্রয়োজনীয় খসড়া এবং প্রয়োজনীয় নির্দেশিকা সম্পর্কে তথ্য জ্ঞাপন করবে। বিচার ব্যবস্থার এই উদ্যোগটি এআইকে বিচার ব্যবস্থায় একীভূত করার ক্ষেত্রে একটি বড় অগ্রগতি বলে মনে করা হচ্ছে। আয়েশা, নতুন এআই সহকারী হিসেবে বিচারক, আইনজীবী এবং উপভক্তার সঙ্গে জড়িত প্রত্যেক বিষয়ে তথ্য দিয়ে সাহায্য করবে। আয়েশা বিচারকদের কার্যকারিতাকে বৃদ্ধি করতে পুরাতন মামলার রায় সম্পর্কে দৃষ্টান্ত হিসাবে উপস্থাপন করবে। অতীতের মামলার বিস্তৃত তথ্যকে বিশ্লেষণ করে বিচারকের দেওয়া রায়গুলিকে আয়েশা সেকেন্ডের মধ্যেই সনাক্ত করতে পারবে। মামলায় বিচারকের সিদ্ধান্ত জানাতে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক প্রেক্ষাপটকে তুলে ধরেও সহযোগিতা করবে।
Tags: AI assistantAI for goodAI technologyAI-powered chatbotAisha AIConversational AICustomer serviceDigital transformationMachine Learning (ML)Natural Language Processing (NLP)Smart DubaiUAE artificial intelligenceUAE digital economyUAE government initiativesUAE innovationVirtual assistant