নিউজ ডেস্ক: রবিবারও দিনভর বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। এদিন দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। পূর্বাভাস রয়েছে পূর্ব, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতায়। তবে দক্ষিণবঙ্গে ফের বৃষ্টি বাড়বে বুধবার। এমনটাই বলছেন আলিপুর আবহাওয়া দফতরের কর্তারা। বুধবার নদিয়া ও দুই ২৪ পরগনায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, সিকিমে আরও ধসের আশঙ্কা।
সকাল থেকেই শহর কলকাতার আকাশ মেঘলা। রবিবারও জেলায় জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস। আগামী রবিবার পর্যন্ত চলতে পারে বৃষ্টি। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন উড়িষ্যা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে নিম্নচাপ। দক্ষিণ-পশ্চিম দিকে ঝুঁকে আছে এই সিস্টেম। এছাড়াও একটি পূর্ব পশ্চিম অক্ষরেখা রয়েছে উত্তরপ্রদেশ থেকে নিম্নচাপ পর্যন্ত যেটি ঝাড়খন্ড উড়িষ্যার উপর দিয়ে রয়েছে। আগামী ৫ দিন পশ্চিমবঙ্গ জুড়ে বৃষ্টিপাত চলবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। শুক্রবার পর্যন্ত পশ্চিমবঙ্গের সবকটি জেলাতে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। আগামী দু’দিন উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি। দক্ষিণবঙ্গে ফের বৃষ্টি বাড়বে বুধবার থেকে। রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতে। ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া হয়েছে।
রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্র ৩১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। তবে ভ্যাপসা গরম অব্যাহত থাকবে বলেই হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে। অন্যদিকে রবির পর সোমবারও একই পরিস্থিতি তৈরি হতে পারে। তবে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।
মৎস্যজীবীদের উদ্দেশে সতর্কবার্তায় আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমবঙ্গ উপকূলে ঘন্টায় ৪০-৫০ কিমি বেদে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। যে কারণে সমুদ্রের পরিস্থিতি বেশ খারাপ থাকার সম্ভাবনা। যে কারণে মৎস্যজীবীদের উদ্দেশে আপাতত সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।