নিউজ ডেস্ক: বৃষ্টির পূর্বাভাস বাংলায়। উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টি। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। আগামী ৪ দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের সব জেলাতেই। বুধবার থেকে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। আবহাওয়া দফতর জানাচ্ছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলে অবস্থান করছে নিম্নচাপ। একইসঙ্গে সক্রিয় মৌসুমী অক্ষরেখা।
উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি। সোমবার ১ জুলাই ভারী থেকে অতিভারী বৃষ্টি দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি মালদা জেলাতে। মঙ্গলবার দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস।
দক্ষিণবঙ্গে আজ, সোমবার ও আগামিকাল, মঙ্গলবার কমবে বৃষ্টির পরিমাণ। তবে মেঘলা আকাশ; কোথাও আংশিক মেঘলা আকাশ। সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷ দক্ষিণবঙ্গের ইতিমধ্যেই বর্ষা প্রবেশ করেছে। তবে সেভাবে বৃষ্টির দাপট দেখা যায় নি। আবহাওয়া দফতরের সর্বশেষ আপডেট অনুসারে জানা গিয়েছে দক্ষিণবঙ্গে বর্ষা এই মুহূর্তে সক্রিয়ও হয়েছে। আগামী বুধবার থেকে রাজ্যের সমস্ত জেলায় রয়েছে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস। সপ্তাহের প্রথম দিনেই দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্র ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। তবে ভ্যাপসা গরম অব্যাহত থাকবে বলেই হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে।
কলকাতায় মেঘলা আকাশ। কখনও আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। বৃষ্টি না হলে আর্দ্রতা জনিত অস্বস্তিও থাকবে। আগামী তিন-চার দিন বৃষ্টির সম্ভাবনা থাকবে।
অন্যদিকে কয়েক জেলায় রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। সমুদ্র উত্তাল থাকবে। ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া থাকবে উপকূল সংলগ্ন এলাকায়। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা মঙ্গলবার পর্যন্ত। বাংলার উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর।