নিউজ ডেস্ক: কয়েক দিন ধরে জলঙ্গি নদীতে কুমিরের আতঙ্ক দেখা দেয়। অবশেষে বুধবার কৃষ্ণনগর জলঙ্গি নদীতে বনদফতরের হাতে ধরা পড়ল বিশালাকার কুমির। কৃষ্ণনগর জলঙ্গী নদীর বিভিন্ন ঘাটে দেখা গেছিল একটি পূর্ণবয়স্ক কুমিরকে। যদিও স্থানীয় বাসিন্দাদের দাবি, একটি নয় জলঙ্গী নদীতে তিনটি কুমিরকে দেখা গেছে । সকাল থেকেই কুমিরের আতঙ্ক ছিল সাধারণ মানুষ থেকে শুরু করে মৎস্যজীবীদের মধ্যে। বুধবার কুমির দেখা মাত্রই খবর দেওয়া হয় বন দফতরে। বন দফতরের কর্মীরা এসে অবশেষে জলঙ্গী নদীর কচুরিপানা থেকে কুমিরটিকে উদ্ধার করে। স্থানীয় বাসিন্দাদের দাবি, কয়েকদিন ধরেই কৃষ্ণনগর কোতওয়ালি থানার নতুন শম্ভু নগর এলাকায় মৎস্যজীবীদের প্রথম চোখে পড়ে এই কুমিরটি। এরপরে মাঝে-মধ্যে জলঙ্গি নদীতে ঘুরতে দেখা যেত কুমির টিকে। মঙ্গলবার সকালে ও খোশ মেজাজে তাকে দেখা যায় ষষ্ঠীতলা এলাকায় জলঙ্গি নদীর ঘাটে। বুধবার কৃষ্ণনগর ঘূর্ণি এলাকার একটি ভাটা থেকে বনদফতরের সহায়তায় ধরা হয় কুমিরটিকে। কুমির ধরার খবর পেয়ে লোক জড়ো হতে থাকে ঘূর্ণি জলঙ্গীর ঘাটে ভিড় জমায় স্থানীয় বাসিন্দারা।