নিউজ ডেস্ক: ঝাড়গ্রাম জেলাজুড়ে হাতির
তাণ্ডব অব্যাহত রয়েছে। খাবারের সন্ধানে
প্রকাশ্য দিবালোকে লোকালয়ে ঢুকে পড়ছে দাঁতাল হাতি। যার ফলে হাতির হামলার
আশঙ্কা করছেন ঝাড়গ্রাম জেলার জঙ্গল লাগোয়া গ্রামগুলির
বাসিন্দারা। বুধবার ঝাড়গ্রাম ব্লকের মানিকপাড়া ,রামরামা
এলাকায় দলছুটা দাঁতাল হাতি খাবারের সন্ধানে
প্রকাশ্য দিবালোকে দাপিয়ে বেড়ায়। যে কোনও সময় ওই
হাতিটি খাবারের সন্ধানে বাড়ির মধ্যে ঢুকে পড়তে পারে বলে আশঙ্কা করছেন এলাকার
বাসিন্দারা। যার ফলে গ্রামবাসীরা হাতির হামলার আশঙ্কায় আতঙ্কের মধ্যে রয়েছেন।
শুধু মানিকপাড়া এলাকায় নয়, ঝাড়গ্রাম ব্লকের বিভিন্ন
এলাকায় দিনের বেলা যেমন হাতি খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়ছে, তেমনি রাতেও বিভিন্ন বিদ্যালয়ের দরজা ,জানালা ভেঙে বিদ্যালয়ে ঢুকে মিড ডে মিলের চাল খেয়ে নষ্ট করে দিচ্ছে।আবার
কখনও আম ও কাঁঠাল বাগানে গিয়ে হাতি আম,কাঁঠাল খেয়ে নষ্ট করে দিচ্ছে। যার ফলে ঝাড়গ্রাম ব্লকের বিভিন্ন গ্রামের
বাসিন্দারা হাতির তাণ্ডবে অতিষ্ঠ হয়ে উঠছেন। গ্রামবাসীদের পক্ষ থেকে বনদফতরকে বিষয়টি জানানো হয় । বন দপ্তরের পক্ষ থেকে গ্রামবাসীদের সতর্ক থাকার
নির্দেশ দওয়া হয়। সেই সঙ্গে ঘটনাস্থলে গিয়ে হাতির গতিবিধির উপর নজরদারি শুরু
করেছে বনদপ্তরের কর্মীরা। তা সত্ত্বেও গ্রামবাসীরা হাতির হামলার আশঙ্কায় আতঙ্কের
মধ্যে রয়েছেন বলে জানান।