নিউজ ডেস্ক: বীরভূমের বোলপুরে এক
বাড়িতে (Bolpur Fire) অগ্নিকাণ্ডে জেরে তিনজনের মৃত্যুর
ঘটনায় ওই বাড়ির মেঝ বউকে গ্রেফতার করল পুলিশ তার
প্রেমিককেও আটক করে চলছে জিজ্ঞাসাবাদ।
বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে খুন? (Bolpur Fire)
বৃহস্পতিবার বোলপুর থানার নতুন গীত গ্রামে
ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে মারা যায় রূপা বিবি, শেখ
তুতার এবং তাঁর ছোট ছেলে আয়ান শেখ। শুক্রবার সন্দেহ করা হয়েছিল ওই পরিবারের ঘরে কেউ কেরোসিন ঢেলে আগুন (Bolpur
Fire) লাগিয়ে দেয়। শনিবার সামনে আসে
পারিবারিক দ্বন্দ্বের বিষয়টি। মৃত দম্পতির বড় ছেলে ওয়াসিম
আখতার তাঁর কাকিমা নাজরিন নিহার ওরেফ
স্মৃতি বিবির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এর পরে নাজরিনকে গ্রেফতার করা হয়। পুলিশ (Bolpur
Police) সূত্রে খবর, ষড়যন্ত্রের কথায় জেরায় স্বীকার করে নিয়েছেন তিনি। ওয়াসিম পুলিশকে জানায়,তাঁর কাকিমার সঙ্গে গ্রামেরই বাসিন্দা এক হাতুড়ে
ডাক্তার চন্দন ইসলামের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। বাবা এবং
মা বিষয়টি জানতে পেরে প্রতিবাদ করেছিলেন। তাই চক্রান্ত করে
বাবা-মা ও ভাইকে মেরে ফেলা হয়েছে। জানা গিয়েছে, এই
অগ্নিকাণ্ডের ঘটনার পর প্রাথমিকভাবে নিখোঁজ ছিলেন চন্দন। পরে
তাঁকেও আটক করা হয়। চন্দনকে আটক করে ষড়যন্ত্র
ও তাঁদের সম্পর্কের বিষয়টি আরও বিশদ ভাবে
জানার চেষ্টা করছে পুলিশ।
বিক্ষোভ ঠেকানোর চেষ্টায় তৃণমূল
এদিকে এই ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার (Bolpur
Police) অভিযোগ তুলে গ্রামবাসীরা বিক্ষোভ দেখিয়েছেন। বেশ কিছুক্ষণ ধরে বোলপুর এবং বর্ধমান যাওয়ার রাস্তা অবরোধ করা হয়। শোকাহত পরিবারের সঙ্গে দেখা করতে ঘটনাস্থলে যান রাজ্যের মন্ত্রী
চন্দ্রনাথ সিনহা, বীরভূম জেলা পরিষদের সভাপতি কাজল শেখ এবং
বোলপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অসিত মাল।