নিউজ ডেস্ক: বাংলাদেশে অশান্তি অব্যাহত। অক্টোবর মাসে সে দেশে আইসিসি ওয়ার্ল্ড কাপ
আয়োজিত হবে। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার (ICC) তরফে
প্রতিবেশী দেশের অবস্থার উপর নজর রাখা হচ্ছে। অক্টোবর ৩ থেকে ২০ অক্টোবর পর্যন্ত আয়োজিত
হবে মেয়েদের (Women’s T20 World Cup) বিশ্বকাপ টি-টোয়েন্টি
বিশ্বকাপ।
ঢাকা ও সিলেটে হবে বিশ্বকাপ
খেলা (Women’s
T20 World Cup)
১৮ দিনে ২৩ টি ম্যাচ
খেলবে ১০ টি দল। এবছর মেয়েদের টি-টোয়েন্টি (Women’s T20 World Cup) বিশ্বকাপে অংশ নিচ্ছে ভারত, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, স্কটল্যান্ড,
অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান এবং আয়োজক দেশ
বাংলাদেশ। মাত্র দুটি স্টেডিয়ামে খেলা হবে। একটি ঢাকার মিরপুরে অবস্থিত শের–এ–বাংলা স্টেডিয়াম অপরটি হল সিলেটের আন্তর্জাতিক
ক্রিকেট স্টেডিয়াম।
গ্রুপে ‘এ’-তে রয়েছে ভারত (ICC)
মেয়েদের টি-টোয়েন্টি
(Women’s
T20 World Cup) বিশ্বকাপে ভারত গ্রুপে ‘এ’-তে রয়েছে।
এই গ্রুপে রয়েছে নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, ও অস্ট্রেলিয়া। এই গ্রুপটি যথেষ্ট
কঠিন। অন্যদিকে আয়োজক বাংলাদেশ গ্রুপ ‘বি’-তে রয়েছে।তাঁদের
সঙ্গে ওই গ্রুপে রয়েছে ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং স্কটল্যান্ড। বাংলাদেশ পুলিশের তরফ থেকে আশ্বাস
দেওয়া হয়েছে, দেশের পরিস্থিতি আর কয়েক দিনের মধ্যেই
স্বাভাবিক হয়ে যাবে। তবে তাতেও আইসিসির (ICC) আশঙ্কা কিছুতেই
যাচ্ছে না। কারণ এর আগেও বিভিন্ন আন্দোলনের সময় দেখা গেছে,
আন্দোলনের আগুন ধিকি ধিকি অনেক দিন ধরে জ্বলার প্রবণতা রয়েছে বাংলাদেশে।
স্বাভাবিকভাবেই এক মাসের মধ্যে পরিস্থিতি পুরোপুরি আয়ত্তে না এলে মুখ পুড়বে
বাংলাদেশের।
সাউথ আফ্রিকা এবং
ইংল্যান্ড খেলবে প্রথম ম্যাচ
চলতি মাসে কোটা বিরোধী
আন্দোলনের জেরে দেশ জুড়ে হিংসাত্মক আন্দোলন শুরু হয়। ১৫৫ জনের বেশি মানুষের প্রাণহানি হয়। সরকার কোটা ব্যবস্থা
সংস্কারের পক্ষে বলে জানায়। দেশের সুপ্রিম কোর্টের তরফেও কোটা ব্যবস্থা সংস্কার
আনা হয়। তারপর আন্দোলন স্থিমিত হলেও দেশে এখনও কারফিউ রয়েছে। এখনও বন্ধ
ইন্টারনেট পরিষেবা। আইসিসির তরকে জানা গিয়েছে, এবার দশটি
ম্যাচ হবে। ২৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবরের মধ্যে এই ওয়ার্ম আপ ম্যাচ আয়োজিত হবে।
শেষ (Women’s T20 World Cup) বিশ্বকাপে দ্বিতীয় স্থান দখল
করা সাউথ আফ্রিকা এবং ইংল্যান্ড মেয়েদের টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচ
খেলবে। শেষ বিশ্বকাপে জয়ী অস্ট্রেলিয়া দল ৪ অক্টোবর দ্বিতীয় ম্যাচ খেলবে
শ্রীলংকার বিরুদ্ধে। এদিনই তৃতীয় ম্যাচে সিলেট স্টেডিয়ামে ভারতীয় দল খেলবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে।