নিউজ ডেস্ক: এক চিনা নাবিককে উদ্ধার করল ভারতীয়
নৌ-বাহিনী (Indian Navy) ।
মুম্বই উপকূল থেকে একটি জাহাজের মাধ্যমে গুরুতর আহত ওই চিনা নাবিকের চিকিৎসা চলছে। মুম্বই মেরিটাইম রেসকিউ কো-অর্ডিনেশন
সেন্টার মঙ্গলবার ‘ঝিং শান মেন’ নামে একটি বণিক নৌযান থেকে তাঁকে উদ্ধার (Chinese Mariner Rescue) করেছে। এই নৌযানের অবস্থান মুম্বই উপকূল থেকে ২০০ (৩৭০
কিলোমিটার) নটিক্যাল মাইল দূরে ছিল।
বিষম
পরিস্থিতে নাবিককে উদ্ধার (Chinese Mariner Rescue)
জানা
গিয়েছে নৌ–বাহিনীর মেরিটাইম রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টার
এর কাছে একটি জরুরী ফোন আসে।
তাতে জানানো হয়, ৫১ বছর বয়সী ওই নাবিক আহত হয়েছে।তাঁর প্রচুর রক্তক্ষরণ
হয়েছে। তাঁকে বাঁচানো প্রয়োজন।এরপর
ভারতীয় (Indian
Navy) নৌবাহিনী ‘সি কিং’
হেলিকপ্টারকে ঘটনাস্থলে পাঠায়। আইএনএস শিখরা থেকে হেলিকপ্টার উড়ে গিয়ে ওই
নাবিককে উদ্ধার (Chinese Mariner Rescue) করে। যদিও
উদ্ধারের সময় খুব জোরালো ঝড় বইছিল সমুদ্রের উপর দিয়ে। জানা গিয়েছে ৪৫ নট (৮৩.৩৪ কিমি/ঘন্টা) গতি ছিল ওই ঝোড়ো হাওয়ার। এই কঠিন পরিস্থিতিতে ওই নাবিককে এয়ার লিফট করে
হাসপাতালে ভর্তি করা হয়।
নাবিককে
উদ্ধারের প্রশংসা করলেন চিনা রাষ্ট্রদূত (Indian Navy)
নাবিককে
(Chinese
Mariner Rescue) উদ্ধারের ঘটনায় নৌবাহিনীর (Indian Navy) প্রশংসা করেছেন ভারতে নিযুক্ত চিনা রাষ্ট্রদূত জু ফেইহং। সামাজিক যোগাযোগ
মাধ্যম এক্স হ্যান্ডেলে তিনি লেখেন,“একজন
চিনা ক্রু সদস্যকে ভারতীয় নৌ-বাহিনী যেভাবে জরুরী পরিষেবা এবং অন্যান্য সাহায্য
করেছে আমরা তার প্রশংসা করি।
এখন চিনা নাগরিকের ফলো আপ চিকিৎসা চলছে।চিন ও ভারতে মানুষ প্রথম এবং জীবন প্রথম, এটাই দর্শন।
ভারত
ও চিনের বিদেশমন্ত্রীর সাক্ষাৎ
অন্যদিকে
আসিয়ান বৈঠকের ফাঁকে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর চিনা বিদেশমন্ত্রীর সঙ্গে
দেখা করেন এবং প্রকৃত নিয়ন্ত্রণ রেখা এবং অতীত চুক্তিগুলির প্রতি সম্মান নিশ্চিত
করার প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করেন। ভারতীয় বিদেশমন্ত্রীর জোর দিয়ে বলেন,“সম্পর্কের স্থিতিশীলতা উভয় দেশের পারস্পরিক
স্বার্থ রক্ষা করবে।স্থিতিশীলতায়
বিঘ্ন হলে দুই দেশের ক্ষতি হবে।”