নিউজ ডেস্ক: সিকিম হল ভারতের একমাত্র রাজ্য যেখানে মানুষদের কোনও আয়কর (Income Tax) দিতে হয় না সরকারকে। সেখানে মানুষ যদি কোটি টাকাও উপার্জন করেন, তাহলেও এক টাকাও কর দিতে হয়না। এমনকি সিকিউরিটিজ এবং ডিভিডেন্ড থেকে আয় করলেও তাদের কোনও কর দিতে হয় না। ভারতের পূর্বের একটি রাজ্য সিকিম। ১৯৭৫ সালে সিকিম ভারতের সঙ্গে সংযুক্ত হয়। সেই সময় সিকিমের (Sikkim) শর্ত ছিল যে তারা শুধু তাদের পুরনো নিয়ম-নীতিই মেনে চলবে এবং স্পেশাল স্টেটাসে থাকবে। আর তাই আয়কর আইনের আওতার বাইরেই থেকেছে সিকিম।
ভারতে যোগদানের আগে, সিকিমের নিজস্ব কর ব্যবস্থা ছিল এবং এর বাসিন্দারা ভারতীয় আয়কর (Income Tax) আইনের অধীন ছিল না। কিন্তু পরে সিকিম যখন ভারতের সঙ্গে যুক্ত হয়েছিল, সেই সময় এই শর্তই আরোপ করা হয়েছিল। সিকিমের (Sikkim) বাসিন্দারা ১৯৭৫ সালের অন্তর্ভুক্তি চুক্তি এবং সংবিধানের ৩৭১এফ ধারা অনুসারে করের আওতায় পড়েন না। তাই এই রাজ্যের বাসিন্দাদের উপর ১৯৬১ সালের আয়কর আইন কার্যকর হয় না। তবে ১৯৭৫ সালের আগে থেকে যে সমস্ত অধিবাসী সিকিমে বসবাস করছেন, তারাই কেবল এই সুবিধে পাবেন।
তবে এ রাজ্যের করদাতারা এ প্রসঙ্গে যুক্তি দিয়েছিলেন যে এই নিয়মটি অন্যায্য এবং বৈষম্যমূলক। তারা ১ এপ্রিল, ১৯৭৫ সালের আগে সিকিমে বসতি স্থাপনকারী সমস্ত ব্যক্তিদেরকে কর ছাড় দেওয়ার জন্য দাবি জানিয়েছিল।
অন্যদিকে, আয়কর আইন অনুসারে দেশের সমস্ত নাগরিক যাদের আয় করযোগ্য সীমার মধ্যে পড়ে তাদের আয়কর (Income Tax) জমা করাটা আবশ্যিক। ইতিমধ্যে ২০২৩-২৪ অর্থবর্ষের জন্য এখনও পর্যন্ত ৫ কোটি আইটিআর ফাইল জমা পড়েছে। কিন্তু সিকিমের (Sikkim) অধিবাসীদের এ নিয়ে কোনও মাথাব্যথা নেই। তাদের করও দিতে হবে না, জরিমানাও লাগু হবে না।