নিউজ ডেস্ক: বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
(Seikh Hasina) ভারতে এসেছিলেন সি১৩০জে বিমানে। ইন্ডিয়া টুডের
প্রতিবেদন অনুযায়ী হেলিকপ্টারে উড়েছিলেন ঠিকই শেখ হাসিনা,
কিন্তু তার পর সি১৩০জে বিমান দেওয়া হয় তাঁকে। সেই বিমানেই ভারতে আসেন। ভারতীয়
নিরাপত্তা সংস্থাগুলি (Bangladesh Crisis) এ বিষয়ে কড়া নজর
রেখেছিল। হাসিনা যে বিমানে ভারতে আসেন, তার কল সাইন ছিল এজেক্স ১৪৩১
এবং ওই বিমান ভারতীয় সীমান্তে বেলা ০৩:০০ নাগাদ প্রবেশ করে।
ভারতীয় র্যাডারগুলি বিমানের উপর কড়া নজর রেখেছিল।
যে পথে ভারতে এলেন
হাসিনা (Seikh Hasina)
জানা গেছে ওই বিমানটি
কলকাতার উপর দিয়ে উড়ে যায়। পাটনা হয়ে বিমানের গন্তব্য ছিল গাজিয়াবাদের হিন্ডন
এয়ারবেস। ভারতীয় সীমানায় প্রবেশ করার পর দুটি রাফাল বিমানকে সক্রিয় করা হয়। যাতে কোনও সমস্যা হলে তারা ওই বিমানকে
সুরক্ষা দিতে পারে। বিমানটি যখন পাটনার উপর দিয়ে উড়ে যায়, তখন বিকেল ০৪:০০ হয়ে গিয়েছিল।
বিকেল ৫:৪৫ নাগাদ গাজিয়াবাদে অবতরণ করেন শেখ হাসিনা এবং তার
বোন শেখ রেহানা। তাঁকে স্বাগত জানান এনএসএ অজিত ডোভাল। তড়িঘড়ি দুই পক্ষের মধ্যে বাংলাদেশের
বর্তমান পরিস্থিতি (Bangladesh Crisis) এবং
ভবিষ্যৎ পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।
পরিস্থিতির উপর নজর
ভারতের
এদিকে সূত্রের খবর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সেনাপ্রধান জেনারেল
উপেন্দ্র ত্রিবেদী, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রধান এবং
লেফটেন্যান্ট জেনারেল জে ও ম্যাথিউ সহ ভারতের শীর্ষ নিরাপত্তা বিভাগের আধিকারিকরা (Bangladesh
Crisis) পরিস্থিতি মূল্যায়নের জন্য একটি উচ্চপর্যায়ের বৈঠক করেন।
এরপর ডোভাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী
অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে একটি
উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দেন। তিনি বৈঠকে মন্ত্রীদের বর্তমান অবস্থা এবং পরবর্তী
পদক্ষেপের বিষয়ে তাঁদের পরামর্শ দেন।